Connect with us
ফুটবল

ফাইনালে আর্জেন্টিনার সামনে বিরল রেকর্ডের হাতছানি

Lionel Messi
লিওনেল মেসি। ছবি - সংগৃহীত

এবার আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি ও আর্জেন্টিনা। এটা এমন এক কীর্তি, যা লাতিন আমেরিকার আর কোন দলেরই নেই। এমনকি গোটা বিশ্বে এই কীর্তি আছে শুধুমাত্র স্পেনের। টানা তিন শিরোপা জয়ের এই বিরল কীর্তি গড়ার এক ধাপ দূরে অবস্থান করছে ২০২২ সালের বিশ্বকাপজয়ীরা। এজন্য শুধু ১৫ জুলাই কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি জিতলেই চলবে লিওনেল স্কালোনির শিষ্যদের। 

লাতিন আমেরিকার আর কোন দলই টানা দুই কোপা আমেরিকার সঙ্গে বিশ্বকাপ জিততে পারেনি। এমনকি স্পেন ছাড়া আর কোন ইউরোপীয় দলেরও এমন কীর্তি নেই। কেবল মাত্র স্পেনই ২০০৮ সালের ইউরো, ২০১০ সালের বিশ্বকাপ জয়ের পর ২০১২ সালের ইউরো শিরোপাও বগলদাবা করতে পেরেছিল। টিকিটাকা ফুটবলে বিশ্ব মাতানো স্প্যানিশদের পর এবার এমন কীর্তির সামনে লিও মেসির আর্জেন্টিনা।

২০২১ সালে কোপা আমেরিকার পর ২০২২ সালে এসে ৩৬ বছর পর বহুল আকাঙ্ক্ষিত বিশ্বকাপ জিতে ডিয়েগো ম্যারাডোনার উত্তরসূরীরা। তারপর ২০২৪ কোপা আমেরিকারও ফাইনালে উঠেছে মেসিরা। এদিন শিরোপা জিততে পারলেই একমাত্র লাতিন দল হিসেবে টানা তিন মেজর টুর্নামেন্ট জয়ের বিরল রেকর্ড গড়বে আলবিসেলেস্তেরা।

আরো পড়ুন : আবারও আইপিএলে ফিরছেন দ্রাবিড়!

২০০৮ সালে লুইস আরাগোনাসের স্পেন দল টিকিটাকা ফুটবল দিয়ে ইউরো জিতে বাজিমাত করে। এর মাধ্যমেই ফুটবল বিশ্বে জায়ান্ট দল হিসেবে নিজেদের স্থান প্রতিষ্ঠিত করে স্প্যানিশরা। এরপর ভিসেন্তে দেল বস্কের অধীনে ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো ট্রফি ফের ঘরে তোলে স্পেন। তবে তাদের দুর্দান্ত এই দলের অবনমন হতে শুরু করে ২০১৪ বিশ্বকাপে এসে।

আর্জেন্টিনার ফুটবলেও উত্থান ঘটে লিওনেল স্কালোনি দায়িত্ব গ্রহণের পর থেকে। তারুণ্য নির্ভর দল গড়ে আকাশী-নীলরা প্রথম চমক দেখায় ২০২১ কোপা আমেরিকার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে। পরের বছর ২০২২ বিশ্বকাপ জিতে ৩৬ বছরের আক্ষেপ ঘোচায় মেসি-ডি মারিয়ারা। এবারও তারা আরও বড় ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে।

ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল