Connect with us
ক্রিকেট

আইসিসির বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটার হলেন রাচিন রবীন্দ্র

Rachin Ravindra
রাচিন রবীন্দ্র। ছবি- সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের অন্যতম সেরা পারফর্মার ছিলেন কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। বিশেষ করে, বিশ্বকাপে ব্যাটিং অর্ডারে উন্নতি হওয়ার সুযোগটা বেশ ভালো মতই লুফে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই কিউই অলরাউন্ডার। ফলাফল, আইসিসির থেকে বর্ষসেরা ‘ইমার্জিং ক্রিকেটার’ হিসেবে নির্বাচিত হলেন তিনি।

পুরস্কারটি নিজের ঝুলিতে পুরতে তাকে পেছনে ফেলতে দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজে, লংকান পেসার দিলশান মাদুশাঙ্কা ও ভারতীয় ব্যাটসম্যান জশ্বসী জয়সওয়ালকে। বিশ্বকাপে ব্যাট-বল হাতে নৈপুণ্য দেখানো রাচিন ব্যাট হাতে সবচেয়ে বেশি আলো কেড়েছেন, করেছেন ৫৭৮ রান। বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটারের স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত রাচিন বলেন, ‘অবশ্যই এই অনুভূতি আমার জন্য বিশেষ কিছু। আইসিসির পক্ষ থেকে কোন স্বীকৃতি পাওয়া আমার জন্য বিশেষ।’

গত বছর ওয়ানডেতে ১০৮.০৩ স্ট্রাইক রেটে ব্যাট করে মোট ৮২০ রান সংগ্রহ করেছেন রাচিন। বল হাতেও তার ঝুলিতে পুরেছেন ১৮ টি উইকেট। ২০ ওভারের ক্রিকেটে অবশ্য ব্যাট হাতে কিছুটা ম্লানই লেগেছে এই ব্যাটিং অলরাউন্ডারকে। টি-টোয়েন্টিতে ১৮.২০ গড়ে মোটে ৯১ রান সংগ্রহ করেছেন রাচিন। আর বল হাতে নিয়েছেন ৫ উইকেট।

অপরদিকে আইসিসির অ্যাসোসিয়েট দেশগুলোর মধ্যে, বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নেদারল্যান্ডসের অলরাউন্ডার বাস ডি লিড। বিশ্বকাপ বাছাইপর্বসহ মূল আসরে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তারই স্বীকৃতি পেলেন এই ডাচ অলরাউন্ডার। গেল বছর ডি লিড ২৬.৪১ গড়ে মোট ৩১ উইকেট নিয়েছেন। আর ব্যাট হাতে তার মোট রান ৪২৪। একটি শতক ও একটি অর্ধ শতক হাঁকিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:  টানা দ্বিতীয়বার বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার সূর্যকুমার যাদব 

ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট