Connect with us
ক্রিকেট

ব্যাটারদের এত দীর্ঘ রান খরা আগে দেখিনি : তাসকিন

Taskin Ahmed
তাসকিন আহমেদ। ছবি - সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলিং বিভাগ দিনের পর দিন উন্নতির দিকেই যাচ্ছে। বিশেষ করে পেস বোলিং ইউনিট যার প্রমাণ চলতি বিশ্বকাপেও কিছু ম্যাচে পাওয়া গেছে। কিন্তু ব্যাটিং বিভাগের ক্ষেত্রে তেমন অগ্রগতি চোখে পড়ছে না। চলমান বিশ্বকাপেও টাইগার ব্যাটারদের যাচ্ছেতাই পারফর্মেন্সে সুপার এইট থেকেই বিদায় নিতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

এবার ব্যাটারদের রান খরার বিষয়টি স্বীকার করলেন বিশ্বকাপে টাইগারদের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করা পেসার তাসকিন আহমেদও। তিনি অকপটে বলেন, বাংলাদেশের ব্যাটিং অর্ডারে এত দীর্ঘ দু:সময় আগে দেখেননি তিনি।

আজ (২৮ জুন) সকাল ৯ টায় বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেয়া বাংলাদেশ দল দেশে ফিরেছে। সকালে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। সেখানেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন টাইগার পেসার। সংবাদিকদের তাসকিন জানান, ‘আমাদের বোলিং ইউনিট গত কয়েক বছর ধরেই উন্নতির দিকে আছে। সামনে আরও উন্নতি আমরা দেখতে পাবো। ভালোর তো কোন শেষ নেই। আর যদি ব্যাটিং বিভাগ নিয়ে বলি তাহলে শুরুর দিকে যুক্তরাষ্ট্রের উইকেট আসলে খুব বেশি ব্যাটিং বান্ধব ছিল না। আপনারা যদি অন্যান্য দলের ব্যাটিং বিভাগের দিকে তাকান তাহলে বিষয়টি বুঝতে পারবেন।’

আরো পড়ুন : রোহিত-দ্রাবিড়ের বিশ্বাস, ফাইনালে রানে ফিরবেন কোহলি

‘ওয়েস্ট ইন্ডিজে বোলারদের জন্য আমরা কিছুটা ভালো উইকেট পেয়েছি। কিন্তু এরপরও আসলে… এত লম্বা… জাতীয় দলে আমি গত ১০ বছর ধরে খেলছি, কিন্তু ব্যাটারদের এত দীর্ঘ ব্যাড প্যাচের সাক্ষী হইনি। আশা করছি, খুব দ্রুতই ব্যাটাররা রানে ফিরবে’ – যোগ করেন তাসকিন।

বিশ্বকাপে টাইগারদের ব্যাট হাতে এমন ধ্বজভঙ্গ অবস্থার অন্যতম কারণ সিনিয়রদের রান খরায় ভোগা। বিশেষ করে ব্যাট হাতে সাকিব ও মাহমুদুল্লাহ একদমই হতাশ করেছেন টাইগার ভক্তদের। ফলে টাইগারদের ব্যাটিং বিভাগও তেমন ভালো করতে পারেনি।

তাসকিনেরও এ বিষয়ে একই মত। তার ভাষ্যমতে, ‘তাদের ছন্দে না থাকাটা অবশ্যই মাঠে প্রভাব ফেলেছে তবে তা মাঠের বাইরে কোন প্রভাব ফেলেনি। কারণ টিমম্যান হিসেবে তারা অসাধারণ। ৪৭ দিন আমরা একসঙ্গে ছিলাম, সবার আচরণ খুব ভালো ছিল। অফ দ্যা ফিল্ডে আমাদের কোন সমস্যাই হয়নি। আশা করি, সবাই খুব দ্রুত ছন্দে ফিরবে। দলগতভাবে আমরা ভালো ফর্মে ফিরবো।’

ক্রিফোস্পোর্টস/২৮জুন২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট