Connect with us
ক্রিকেট

রাজস্থানকে বিদায় করে ফাইনালে হায়দরাবাদ

Hyderabad has reached the final by sending Rajasthan off
২০১৮ সালের পর আবারো ফাইনালে হায়দরাবাদ। ছবি- সংগৃহীত

চলতি আইপিএলের দ্বিতীয় দল হিসেবে ফাইনালে ওঠার লড়াইয়ে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে রাজস্থানকে ৩৬ রানে হারিয়ে ফাইনালে উঠেছে হায়দরাবাদ। আগামী রবিবার (২৬ মে) ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে প্যাট কামিন্সের দল।

শুক্রবার (২৪ মে) আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় রাজস্থান-হায়দরাবাদ। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুরুতে টস জিতে হায়দরাবাদকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রাজস্থান দলপতি সঞ্জু স্যামসন।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে হায়দরাবাদ। জবাবে ২০ ওভারে ৭ উইকেট ১৩৯ রান তুলতে পেরেছে রাজস্থান। ৩৬ রানে জয় পায় অরেঞ্জ আর্মিরা।

এদিন হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ রান আসে হেনরিখ ক্লাসেনের ব্যাট থেকে। ৩৪ বলে ৪ ছয়ের মারে ৫০ রান করেন তিনি। এছাড়া রাহুল ত্রিপাঠি ১৫ বলে ৩৭ রান করেছেন। আর রাজস্থানের হয়ে ব্যাট হাতে ৩৫ বলে ৫৬ রান করে ধ্রুব জুরেল এবং ২১ বলে ৪২ রান করেন যশশ্বী জয়সওয়াল।

বল হাতে হায়দরাবাদের হয়ে চমক দেখিয়েছেন দুই স্পিনার শাহবাজ আহমেদ ও অভিষেক শর্মা। শাহবাজ ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩টি এবং অভিষেক ৪ ওভারে ২৪ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছেন। অন্যদিকে, রাজস্থানের হয়ে ট্রেন্ট বোল্ট ও আভেশ খান ৩টি করে উইকেট শিকার করেছেন। এছাড়া সন্দীপ শর্মা নিয়েছেন ২টি উইকেট।

এই জয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে হায়দরাবাদ। এর আগে ২০১৬ ও ২০১৮ সালে ফাইনালে উঠেছে দলটি। যার মধ্যে ২০১৬ সালে চ্যাম্পিয়ন এবং ২০১৮ সালে রানার্সআপ হয় অরেঞ্জ আর্মিরা।

আরও পড়ুন: চাকরি হারালেন জাভি, বার্সার নতুন কোচ কে হবেন?

ক্রিফোস্পোর্টস/২৪মে২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট