Connect with us
ক্রিকেট

৬২ বল হাতে রেখেই ১৬৫ রান টপকে জিতল হায়দরাবাদ

লখনৌর বোলারদের পাত্তাই দেননি হেড ও অভিষেক। ছবি- সংগৃহীত

আইপিলের শেষ চারে ওঠার লড়াইয়ে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে লখনৌকে ১০ উইকেটে হারিয়ে প্লে-অফের দৌড়ে আরো একধাপ এগিয়ে গেল প্যাট কামিন্সের দল। 

বুধবার (৮ মে) আসরের ৫৭তম ম্যাচে মুখোমুখি হয় দুই দল। হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ১৬৫ রান সংগ্রহ করে লখনৌ। জবাবে কোনো উইকেট না হারিয়ে ৬২ বল হাতে রেখেই জয় তুলে নেয় হায়দরাবাদ।

এদিন ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় লখনৌ। একপর্যায়ে দলীয় ৬৬ রানেই ৪ উইকেট হারিয়ে অনেকটা চাপে পড়ে যায় লোকেশ রাহুলের দল। এরপর নিকোলাস পুরান ও আয়ুশ বাদনির জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি।

পঞ্চম উইকেটে ৫২ বলে ৯৯ রান যোগ করেন এই দুই ব্যাটার। এই জুটির কল্যাণে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায় লখনৌ। বাদনি সর্বোচ্চ ৫৫ এবং পুরান ৪৮ রান করে অপরাজিত ছিলেন।

হায়দরাবাদের হয়ে ভুবনেশ্বর কুমার ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। এছাড়া ১টি উইকেট নেন প্যাট কামিন্স।

১৬৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাচের শুরু থেকেই বিধ্বংসী মেজাজে খেলতে থাকে দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। এই দুই ব্যাটারের তাণ্ডবে মাত্র ৯.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ।

হেড ৩০ বলে ৮৯ রান করেন, যেখানে ৮ টি চার ও ৮টি ছয়ের মার ছিল। আর অভিষেক ৮ চার ও ৬ ছয়ের মারে ২৮ বলে ৭৫ রান করেন।

এই জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে হায়দরাবাদ। ১২ ম্যাচে ৭ জয়ে দলটির পয়েন্ট ১৪।

আরও পড়ুন: রাজস্থানকে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল দিল্লি 

ক্রিফোস্পোর্টস/৮মে২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট