Connect with us
ফুটবল

নেইমার কয়টি বিশ্বকাপ খেলেছে? 

নেইমার জুনিয়র। ছবি- সংগৃহীত

বারবার চোটে না পড়লে হয়তো ক্যারিয়ার শেষে লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো পাশেই নিজেকে দেখতে পেতেন৷ কিন্তু চোটের আঘাতে বারংবার ফুটবল থেকে নির্বাসিত হয়েছেন নেইমার। এই নির্বাসন কখনো ৬ মাস কিংবা এক বছরের। তবুও ইঞ্জুরিকে এক পাশে রেখে ক্যারিয়ারে এখন পর্যন্ত তাঁর ৭২৬ ম্যাচে গোল রয়েছে ৪৩৯টি৷ 

ব্রাজিলের জার্সি গায়েও গোলের দিক থেকে পেলেকে ছাড়িয়ে গেছেন বহু আগে৷ ব্রাজিলের জার্সি গায়ে ছাপিয়ে নেইমারের গোল সংখ্যা এখন ৭৯টি। কেবল হ্যাটট্রিকে পেলের চেয়ে পিছিয়ে আছেন নেইমার৷ জাতীয় দলের হয়ে পেলের ৭ হ্যাটট্রিকের বিপরীতে নেইমারের রয়েছে ৪ হ্যাটট্রিক৷ অবশ্য এ তালিকায় শুধু নেইমার একা নয়। রোমারিও, জিকোরও রয়েছে ৪টি করে হ্যাটট্রিক। 

তবে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে নেইমার অনন্য। ক্যারিয়ারে জাতীয় দল ও ক্লাবের হয়ে নেইমারের হ্যাটট্রিকের সংখ্যা ২১টি৷ এর মধ্যে শৈশবের ক্লাব সান্তোসের হয়ে ৬টি ও পরবর্তীতে বার্সেলোনার হয়ে করেছেন ৩টি হ্যাটট্রিক৷ 

Neymar jr. Posted photo

চোটের কবলে নেইমার জুনিয়র।

ফুটবলের সবচেয়ে বড় বৈশ্বিক আসর তথা ফিফা বিশ্বকাপেও যথারীতি উজ্জ্বল নেইমার৷ এখন পর্যন্ত তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছেন৷ ২০১৪ সালের ঘরের মাঠের বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে ইঞ্জুরির কারণে ছিটকে গেলেও ওই আসরে নেইমারের পা থেকে আসে ৫ ম্যাচে ৪ গোল। কিন্তু সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হেরে বিশ্বকাপের স্বপ্ন সেখানেই মুছে যায় ব্রাজিলের৷ 

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও ব্রাজিলের ‘মেইন ম্যান’ ছিলেন নেইমার৷ অবশ্য সেবারও বিশ্বকাপের শিরোপা নামক আরাধ্যকে ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি নেইমারের৷ কোয়ার্টার ফাইনালে শত চেষ্টা করেও বেলজিয়ামের বিপক্ষে জয়ের দেখা পায়নি সেলেসাওরা। শেষমেশ ২-১ গোলে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় নেইমার-কৌতিনহোরা৷ সেই আসরে ৫ ম্যাচে ২ গোল করেন নেইমার৷ 

Neymar jr.

নেইমার জুনিয়র।

নেইমারের ক্যারিয়ারে তৃতীয় বিশ্বকাপ ছিল কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপ৷ এ আসরেও কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে পারেনি ব্রাজিল৷ দুর্দান্তভাবে গ্রুপপর্ব পার করা ব্রাজিলের সামনে বড় বাধা হয়ে দাঁড়ায় ক্রোয়েশিয়া৷ কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে ব্রাজিলের হেক্সা মিশনের স্বপ্ন ধূলিসাৎ হয়। যদিও সেই ম্যাচে নেইমারের পা থেকে আসে মহামূল্যবান একটি গোল৷ সবমিলিয়ে ওই আসরে ৩ ম্যাচে ২ গোল করেন নেইমার৷ 

বিশ্বকাপের পারফরম্যান্স বিচারে ব্রাজিলের হয়ে সেরা সময় কাটিয়েছেন নেইমার৷ এখন পর্যন্ত বিশ্বকাপে ১৩ ম্যাচে তাঁর পা থেকে এসেছে ৮ গোল। চোটের কবলে না পড়লে আগামী ২০২৬ বিশ্বকাপেও ব্রাজিলের জার্সি গায়ে দেখা যেতে পারে নেইমারকে। 

আরও পড়ুন: মুস্তাফিজকে আইপিএল থেকে ফেরানো বিসিবির ভুল, বলছেন হার্শা

ক্রিফোস্পোর্টস/২৪এপ্রিল২৪/টিএইচ/এফএএস 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল