Connect with us
ক্রিকেট

কেমন হতে পারে মুস্তাফিজবিহীন চেন্নাইয়ের একাদশ?

চেন্নাই সুপার কিংস। ছবি- সিএসকে

নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে আজ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। তবে এই ম্যাচে চেন্নাই দলে পাচ্ছে না এখন পর্যন্ত তাদের সব থেকে সফল বোলার মুস্তাফিজুর রহমানকে। কেবল নিজেদের দলের নয় বরং চলতি আসরে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি বাংলার এই কাটার মাস্টার।

গেল মঙ্গলবার (২ এপ্রিল) আইপিএলের মাঝপথে দেশে ফিরে এসেছেন মুস্তাফিজ। মূলত যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যে ভিসা প্রসেসিংয়ের কাজ সম্পন্ন করতেই তাকে দেশে জরুরি তলব করেছে বিসিবি। এতে করে চেন্নাইয়ের হয়ে পরবর্তী দুই ম্যাচ না খেলার সম্ভাবনা রয়েছে ফিজের। যার মধ্যে আজ হায়দরাবাদ ম্যাচ নিশ্চিত মিস করছেন তিনি।

কেননা গতকাল বৃহস্পতিবার মুস্তাফিজুর রহমানসহ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকতে পারে এমন সকল সম্ভাব্য ক্রিকেটার বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসে নিজেদের পাসপোর্ট জমা দিয়েছেন ফিঙ্গারপ্রিন্ট সহ। যেহেতু আজ এবং আগামীকাল শনিবার সরকারি বন্ধ তাই রোববারের আগে পাসপোর্ট ফিরে পাওয়ার সম্ভাবনা নেই মুস্তাফিজের।

Cricketers in USA ambassy for World Cup Visa

ভিসা প্রক্রিয়া করতে মার্কিন দূতাবাসে ক্রিকেটাররা।

এদিকে হায়দ্রাবাদ ম্যাচের পর চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ আগামী সোমবার (৮ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ভিসা প্রক্রিয়ার কাজ রোববারের মধ্যে শেষ করে ভারত ফিরে গেলেও সেই ম্যাচে ধকল কাটানো ফিজকে মাঠে নামাবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে পরবর্তী ১৪ এপ্রিল মুম্বাই ম্যাচে মুস্তাফিজকে ফের মাঠে দেখা যাবে বলেই আশা করেন সবাই।

তবে এখন প্রশ্ন, চেন্নাইয়ের হয়ে প্রথম তিন ম্যাচ খেলা মুস্তাফিজের অনুপস্থিতে কে সুযোগ করতে পারেন একাদশে। বিদেশি খেলোয়াড়দের মধ্যে এখানে সবথেকে জোরে সোরে আসছে দুটি নাম। যার মধ্যে এগিয়ে থাকবেন লঙ্কান স্পিনার মাহিশ থিকশানা। চেন্নাইয়ের উদ্বোধনী ম্যাচে খেলার সুযোগ পেলেও সেদিন তেমন কার্যকরী বোলিং করতে পারেননি এই রহস্য স্পিনার।

এরপর তার স্বদেশী মাথিশা পাথিরানা চেন্নাইয়ের শিবিরে যোগ দিলে একাদশে জায়গা হারান থিকশানা। তাই আজ ফের দলের জায়গা পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে তার। এছাড়া উইকেট বিবেচনায় একাদশে আসতে পারেন অভিজ্ঞ ইংলিশ স্পিন অলরাউন্ডার মঈন আলী। এখন পর্যন্ত চলতি আইপিএলে ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

তবে এক্ষেত্রে বিদেশি ক্রিকেটারদের পাশাপাশি দেশি খেলোয়াড় সুযোগ দেওয়ার অপশনও রয়েছে চেন্নাই সুপার কিংসের হাতে। তাদের ডেরায় রয়েছে মুকেশ চোধুরি, শার্দুল ঠাকুরদের মতো পেসার। দলে একাধিক অপশন থাকলেও এক্ষেত্রে বিদেশি কোটার ক্রিকেটাররা খানিকটা এগিয়ে থাকবে। যার মধ্যে আজ থিকশানার খেলার সুযোগ প্রবল।

আজকের ম্যাচে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ:

রাচিন রাবিন্দ্রা, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, সামির রিভজি, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিপক চাহার, তুষার দেশপান্ডে, মাথিশা পাথিরানা ও মহেশ থেকশানা।

তবে চেন্নাই আগে ব্যাট করলে একাদশে দেখা যেতে পারে শিবম দুবেকে। সেক্ষেত্রে মাথিশা পাথিরানা বোলিং ইনিংসে খেলতে পারেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে।

আরও পড়ুন: বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের কতজন ভিসা পাচ্ছেন?

ক্রিফোস্পোর্টস/৫এপ্রিল২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট