Connect with us
অন্যান্য

সিন নদীতে বিয়ের আংটি হারানোয় স্ত্রীকে দিলেন অদ্ভুত এক প্রস্তাব!

Gianmarco Tamberi with his wife
স্ত্রীর সঙ্গে ইতালির তারকা হাই জাম্পার জিয়ানমার্কো তাম্বেরি। ছবি - সংগৃহীত

যে কোন স্ত্রীর দেয়া মূল্যবান উপহার তার স্বামী যে কতটা যত্ন সহকারে রাখে সেটা কারোরই অজানা নয়। তেমনি প্রিয়তমা স্ত্রীর দেয়া উপহার হারিয়ে ফেললে যন্ত্রণারও যেন শেষ থাকে না। ইতালিয়ান হাই জাম্পার জিয়ানমার্কো তাম্বেরি নিজের বিয়ের আংটি হারিয়ে ঠিক এমনই এক পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। তবে উদ্ভূত সেই পরিস্থিতি তিনি সামলেছেনও দারুণভাবে।

ধারণা করা হচ্ছে, সদ্য শুরু হওয়া প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা ওড়ানোর সময়ই তার আঙুল থেকে আংটিটি পড়ে যায়। কারণ সেই অনুষ্ঠানের সময় তেখানে তুমুল বৃষ্টিও হচ্ছিল। উল্লেখ্য, চলতি অলিম্পিকের উদ্বোধনীতে ইতালির পতাকা বাহকের (যৌথভাবে) দায়িত্বে ছিলেন ২০২০ টোকিও অলিম্পিকের স্বর্ণ পদকজয়ী তারকা হাই জাম্পার জিয়ানমার্কো তাম্বেরি।

বিষয়টি তিনি স্ত্রী চিয়ারা বোন্তেমপি তাম্বেরিকে জানিয়েছেন ইন্সটাগ্রামে পোস্ট করার মধ্য দিয়ে। যেখানে মজার ছলে স্ত্রীর কাছে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য মাফও চেয়েছেন ৩২ বছর বয়সী অ্যাথলেট। কাব্যিকভাবে ঘটনার ব্যাখ্যা দেয়া তাম্বেরি লেখেন, ‘এমন ঘটনার জন্য আমি সত্যিই ভীষণ দু:খিত প্রিয়তমা। একে তো নদীতে পানি ছিল অনেক বেশি, তার উপর গেল কয়েক মাসে আমার ওজনও কমিয়েছি বেশ। সে কারণেই কিনা অথবা অলিম্পিকের উত্তেজনায় উচ্ছ্বসিত হয়ে কাণ্ডজ্ঞানহীনভাবে আংটিটি হারিয়ে ফেলেছি।’

আরও পড়ুন:

» অলিম্পিক ফুটবল: কোয়ার্টারে স্পেন-জাপান, ফ্রান্স-আর্জেন্টিনা কোথায়?

» প্যারিসে গিয়ে ৫ লাখ ইউরো খোয়ালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি 

তাম্বেরি যোগ করেন, ‘আংটিটি যখন গড়িয়ে পড়লো সেটি তখনও আমি দেখছিলাম, এটি স্লিপ করে বোটে বাউন্স করেই নদীতে পড়ে যায়। এই মুহুর্তটি আমার সারাজীবন মনে থাকবে। তবে মজার বিষয় হলো, আংটিটি হারানোর হলে এটি সবচেয়ে সেরা জায়গাতেই হারিয়েছে। এটি (আংটি) সর্বদা ভালোবাসার শহরের নদীর তলদেশে রয়ে যাবে।’

পাশাপাশি স্ত্রীকেও ‘দারুণ’ এক পরামর্শ দেন এই ইতালিয়ান। স্ত্রীর প্রতি তাম্বেরি আহ্বান জানান, ‘চাইলে তুমিও হাতের আংটিটা সিন নদীতে ফেলে দাও। এতে দুইটি বিষয় ঘটবে, উভয়ই (আংটি) নদীগর্ভে এক সঙ্গে থাকার সুযোগ পাবে আর আমরা আবার নতুন করে না হয় বিয়ের বন্ধনে আবদ্ধ হলাম।’

চিয়ারার জবাব থেকেই বোঝা যায়, তাম্বেরির এমন কাণ্ডে তিনিও বেশ উপভোগ করেছেন। স্বামীর পোস্টের জবাবে চিয়ারা লেখেন, ‘তোমার দ্বারাই এমন একটি বিষয়কে রোমান্টিকতায় ভরিয়ে তোলা সম্ভব।’

উল্লেখ্য, ২০২০ সালে টোকিও অলিম্পিকের আগে চিয়ারাকে বিয়ের প্রস্তাব দেয়ার পর এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০২২ সালের সালের সেপ্টেম্বরে। তাম্বেরি ইতালির একজন তারকা হাই জাম্পার।

ক্রিফোস্পোর্টস/২৮জুলাই২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য