Connect with us
ক্রিকেট

গুঞ্জন উড়িয়ে ঢাকায় পা রাখলেন হাথুরুসিংহে

Hathurusinghe returned to Dhaka blowing the rumours
টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ছবি- সংগৃহীত

কোচরা ছুটিতে যাবেন, আবার সময়মত ফিরবেন; এমনটাই তো খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু ঈদের ছুটিতে চন্ডিকা হাথুরুসিংহকে নিয়ে হঠাৎ একটি খবর ক্রিকেট অঙ্গনজুড়ে বেশ ডালপালা মেলেছে। গুঞ্জন উঠেছিল, হাথুরু নাকি আর বাংলাদেশে ফিরছেন না। তবে সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে ঠিকই ঢাকায় পা রাখলেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

রোববার (২১ এপ্রিল) রাত সাড়ে ১২টায় ঢাকায় ফিরেছেন হাথুরু। এমনটাই নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সিরিজ চলাকালীন পারিবারিক কারণ দেখিয়ে দেশে ফিরে যান টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কথা ছিল, তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগেই বাংলাদেশে ফিরে আসবেন। কথা রাখলেন কোচ। তবে তা ছিল গোপনে ও লোকচক্ষুর অন্তরালে।

তবে রাতে বাংলাদেশে ফিরলেও হাথুরুকে আজ শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেখা যায়নি। ভ্রমণক্লান্তি কাটাতেই হয়তো দলের সঙ্গে যোগ দেননি তিনি৷ এরপরেই ব্যস্ত হয়ে পড়বেন আসন্ন জিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টির দল গড়া ও পরিকল্পনা সাজানো নিয়ে৷

আগামী ৩মে থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ৷ সিরিজের প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে। বাকি দুই ম্যাচ গড়াবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

সর্বশেষ ঈদুল ফিতরের ছুটিতে চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে গুঞ্জন উঠেছিল ঢাকায় আর ফিরছেন না তিনি। তবে পরবর্তীতে গুঞ্জন উড়িয়ে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ড পরিচালনা বিভাগ নিশ্চিত করেছিল, ঢাকায় ফিরবেন হাথুরুসিংহে। তাকে নিয়ে গুঞ্জনটি সঠিক নয়।

আরও পড়ুন: ব্যাট হাতে জ্বলে উঠলেন মাহমুদউল্লাহ, জেতালেন দলকে 

ক্রিফোস্পোর্টস/২২এপ্রিল২৪/টিএইচ/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট