Connect with us
ক্রিকেট

র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন হার্দিক, এগোলেন সাকিবও

Shakib Al Hasan
সাকিব আল হাসান। ছবি - সংগৃহীত

টি-টোয়েন্টির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানের অবস্থান কিছু দিন যাবত বেশ নড়বড়ে। কখনো পেছাচ্ছেন তো আবার এগোচ্ছেন। বিশ্বকাপ শেষ হওয়ার পর আজ সর্বশেষ হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি যেখানে এক ধাপ এগিয়ে টি-টোয়েন্টির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ছয় থেকে পাঁচে উঠেছেন টাইগার অলরাউন্ডার। অন্য দিকে তালিকার শীর্ষে উঠেছেন ভারতকে বিশ্বকাপ জেতানো অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আজই সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করলো আইসিসি। ২০৬ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে উঠেছেন সাকিব। বিশ্বকাপে নিজের ছায়া হয়ে থাকা সাকিবের ব্যাট হাতে পারফরম্যান্স ৭ ম্যাচে ১৮.৫ গড়ে ও ১০৬.৭৩ স্ট্রাইক রেটে ১১১ রান। আর বল হাতে ৭.৫০ ইকোনমিতে নেন মাত্র ৩ উইকেট।

অপর দিকে শীর্ষে ওঠা হার্দিক পান্ডিয়া দলকে শিরোপা জেতাতে ব্যাট-বল হাতে মুখ্য ভূমিকা পালন করেন। বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ রান দিয়ে নেন গুরুত্বপূর্ণ ২ উইকেট। হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারকে সাজঘরে ফিরিয়ে ভারতকে মূলত তিনিই ম্যাচে ফেরান। পুরো টুর্নামেন্টে ৭.৬৪ ইকোনমিতে ১১ উইকেট শিকার করেন। আর ব্যাট হাতে ৪৮ গড় ও ১৫১.১৭ স্ট্রাইক রেটে করেন ১৪৪ রান। অলরাউন্ড পারফর্মেন্সের স্বীকৃতি স্বরূপ দুই ধাপ এগিয়ে তিন থেকে শীর্ষে উঠে এসেছেন এই ভারতীয় অলরাউন্ডার।

আরো পড়ুন : চোটে পড়া মেসিকে কি কোয়ার্টার ফাইনালে পাওয়া যাবে?

এছাড়াও বাংলাদেশি বোলারদের মধ্যে ৬১৯ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ পিছিয়ে ১৯ নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান। আর দুই ধাপ করে পিছিয়েছেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। তাসকিন ও রিশাদ যৌথভাবে তালিকার ২৬ নম্বরে আছেন। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ১৪ উইকেট শিকার করেন রিশাদ হোসেন। অন্য দিকে বোলার হিসেবে সাকিব ও তানজিম সাকিবের অবস্থান অপরিবর্তনীয়ই আছে। সাকিব আগের অবস্থানেই ৪০ নম্বরে ও তানজিম সাকিব আছেন ৬৫ নম্বরে।

২২২ রেটিং পয়েন্ট নিয়ে হার্দিকের সাথে যৌথভাবে শীর্ষ অলরাউন্ডার শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাদের পরই তিন ও চারে আছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা। এই দু’জনেই তালিকায় এক ধাপ করে এগিয়েছেন। অন্য দিকে সেমিতে খেলা মোহাম্মদ নবী বড় ধাক্কা খেয়েছেন। চার ধাপ পিছিয়ে ছয় নম্বরে নেমে গেছেন এই আফগান অলরাউন্ডার।

আর ৭১৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন স্পিনার আদিল রশিদ। বিশ্বকাপে বল হাতে চমক দেখানো প্রোটিয়া পেসার অ্যানরিখ নরকিয়া ৭ ধাপ এগিয়ে তালিকার দুইয়ে উঠে এসেছেন।

ক্রিফোস্পোর্টস/৩জুলাই২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট