Connect with us
অন্যান্য

দাবা খেলতে খেলতেই না ফেরার দেশে গ্র্যান্ডমাস্টার জিয়া

Grandmaster Zia died while playing chess
গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ছবি- সংগৃহীত

দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। চলমান জাতীয় দাবা প্রতিযোগিতায় আজ শুক্রবার (৫ জুলাই) ১২তম রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের মুখোমুখি হন জিয়া। খেলা শুরুর প্রায় ৩ ঘণ্টা পর হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পল্টনে জাতীয় দাবা প্রতিযোগিতায় রাজীবের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে হুট করে মাটিতে লুটিয়ে পড়েন জিয়া। তখন ফেডারেশনের রুমে দুই দাবাড়ু নাইম ও শাকিল দৌড়ে এসে জানান, ‘জিয়া ভাই মাথা ঘুরে পড়ে গেছে।’ এরপর দ্রুতই শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে জরুরি বিভাগে দ্রুত তার চিকিৎসা শুরু হয়। তবে অনেকক্ষণ চেষ্টা করেও তার পালস পাননি চিকিৎসকরা। পরবর্তীতে তাকে মৃত ঘোষণা করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে মারা গেছেন জিয়া। চিকিৎসকেরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

আরও পড়ুন:

» বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত করল পিসিবি 

» পেনাল্টি মিস করায় বিরক্ত মেসি, কি ভাবছেন কোচ?

জিয়ার জন্ম দাবাড়ু পরিবারেই। বাবা পয়গাম উদ্দিন আহমেদ, যিনি ছিলেন একজন দাবাড়ু। তার পথ ধরে স্কুল জীবন থেকেই দাবার সঙ্গে সম্পৃক্ত হন তিনি। ২০০২ সালে নিয়াজ মোর্শেদের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন জিয়া। এরপর ২০০৫ সালে বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ফিদে রেটিং অর্জন করেছিলেন তিনি।

১৯৭৪ সালের ১ মে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। মৃত্যুকালে তার বয়স ছিল ৫০ বছর। এই গ্র্যান্ডমাস্টারের মৃত্যুর ঘটনায় তার পরিবার ও দেশের দাবা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ক্রিফোস্পোর্টস/৫জুলাই২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য