Connect with us
ক্রিকেট

ফের চোটে পড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল

Glenn Maxwell
গ্লেন ম্যাক্সওয়েল। ছবি- সংগৃহীত

বিশ্বকাপের আগেই চোট থেকে ফিরে বিশ্বকাপের দলে জায়গা পেয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। শুরুর কয়েক ম্যাচে তেমন জ্বলে না উঠলেও নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ‘স্বরূপে’ দেখা দিয়েছিলেন এই অজি তারকা। কিন্তু ফর্মে ফেরার পরই আবারো চোটে পড়লেন অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডার। গলফ খেলতে গিয়ে মাথায় আঘাত পাওয়া ম্যাক্সওয়েল আগামী ৪ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে যাচ্ছেন।

এরপর আগামী ৭ নভেম্বর অজিদের প্রতিপক্ষ আসরের ‘আন্ডারডগ’ আফগানিস্তান। সেই ম্যাচেই ম্যাক্সওয়েলকে ফিরে পাবার আশা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এর আগে নিজেদের চতুর্থ ম্যাচে নেদারল্যান্ডস এর মুখোমুখি হয় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সে ম্যাচেই আসরের দ্রুততম শতকের রেকর্ড গড়েন ম্যাক্সওয়েল। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষেও ২৪ বলে ৪১ রানের ক্যামিও ইনিংস শেষে বল হাতে কিউইদের হয়ে শতক হাঁকানো রাচিন রবীন্দ্রর গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন তিনি। শ্বাসরুদ্ধকর সে ম্যাচে ৫ রানের জয় পায় অস্ট্রেলিয়া।

কিউইদের বিপক্ষে ম্যাচ শেষে বেশ কিছু দিনের বিরতি পায় অস্ট্রেলিয়া। বিরতিতে অনেক অজি ক্রিকেটারই গলফ খেলতে গিয়েছিলেন। খেলা শেষে গলফ কোর্টের গাড়িতে করে ফেরার সময় গাড়ি থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি।

কনকাশনের নিয়ম অনুযায়ী তাই, আগামী ৬-৮ দিন বিশ্রামে থাকতে হচ্ছে ম্যাক্সওয়েলকে। এর আগে গত বছর গলফ খেলতে গিয়ে চোটে পড়েছিলেন অস্ট্রেলিয়ার জস ইংলিস এবং ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। ফলে দু’জনই গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করেন।

ম্যাক্সওয়েলের চোট সম্পর্কে দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন,‘ তার চোটের কথা জানানোর ব্যাপারে সে সৎ ছিল। ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে আছে সে। তার অবস্থাও ভাল এখন, আজ সে হালকা ব্যায়ামও করবে। ভাগ্যিস বড় ধরনের কোন ইনজুরিতে পড়তে হয়নি তাকে।’

আরও পড়ুন: বিশ্বকাপের পরই অবসরে যাচ্ছেন ডেভিড উইলি

ক্রিফোস্পোর্টস/০১নভেম্বর২৩/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট