Connect with us
ক্রিকেট

বিশ্বকাপ থেকেই ছিটকে যাচ্ছেন গিল?

shubman gill
শুবমান গিল। ছবি- সংগৃহীত

২০২৩ সালটা স্বপ্নের মত কাটছিল ভারতীয় ওপেনার শুবমান গিলের। ছিলেন নিজের সেরা ফর্মে। এবছর ওয়ানডেতে ৭২.৩৫ গড়ে ১২৩০ রান করেছেন শুভমান গিল। তার নামের পাশে রয়েছে ৫টি সেঞ্চুরি এবং ৫টি ফিফটি। তাই এবারের বিশ্বকাপ পরিকল্পনায় গিল ছিলেন ভারতের সব থেকে বড় অস্ত্র। তবে বিশ্বকাপে গিলের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় আপাতত মাঠে নামতে পারছেন না গিল।

নিজের প্রথম বিশ্বকাপে ফর্মের তুঙ্গে থাকা গিল নিশ্চয়ই অনেক স্বপ্ন দেখেছিলেন। তবে সেই স্বপ্নভঙ্গ হতে সময় লাগলো না। বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে ডেঙ্গুতে আক্রান্ত হন গিল। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে একাদশে থাকতে পারেননি এই ব্যাটার। তবে জানা গেছে গিলের অসুস্থতা আরও গুরুতর হয়ে উঠেছে। আফগানিস্তানের বিপক্ষেও ভারত পাবে না শুবমান গিলকে।

ডেঙ্গুতে বেশি অসুস্থ হয়ে পড়েছেন শুবমান। এমনকি চেন্নাইয়ের কাভেরি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। হাসপাতাল থেকে ছাড়া পেলেও এত সহজে মাঠে ফিরতে পারছেন না গিল। আফগানিস্তান বাদেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও গিলের মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড গতকাল জানিয়েছে, ‘এখনো চেন্নাই এর চিকিৎসক দলের তত্ত্বাবধানে রয়েছে গিল। ৯ অক্টোবর ভারতীয় ব্যাটাররা দিল্লিতে গেলেও যাননি শুবমান। ৯ অক্টোবর এবং ১১ অক্টোবর দুই ম্যাচ থেকেই ছিটকে গেছেন তিনি।’

শোনা যাচ্ছে গিলের সুস্থ হতে সময় লাগলে অন্যকোনো ব্যাটসম্যানকে যুক্ত করতে পারে ভারত। সেক্ষেত্রে তার বদলি হিসেবে দলে জায়গা করে নিতে পারেন জয়সওয়াল কিংবা রুতুরাজ গায়কোয়াডের মধ্যে একজন।

আরও পড়ুন: বিশ্বকাপে ভারত বাড়তি সুবিধা পাবে: শেবাগ

ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৩/এমকে/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট