Connect with us
ফুটবল

ইউরো চ্যাম্পিয়নশীপে রাতে ডেনমার্কের মুখোমুখি জার্মানি

Germany National Football Team
আজ রাত ১ টায় ডেনমার্কের মুখোমুখি হবে জার্মানি। ছবি - সংগৃহীত

আজ (২৯ জুন) থেকে শুরু হচ্ছে ইউরো চ্যাম্পিয়নশীপের রাউন্ড অব সিক্সটিনের লড়াই। যেখানে রাত ১ টায় দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জার্মানির বিপক্ষে মাঠে নামবে ক্রিশ্চিয়ান এরিকসনের ডেনমার্ক। ম্যাচটি অনুষ্ঠিত হবে ডর্টমুন্ডের বিখ্যাত সিগনাল ইদুনা পার্ক স্টেডিয়ামে।

এই ম্যাচে জার্মানিকে ফেভারিট হিসেবে ধরা হলেও ডেনমার্ক যে ছেড়ে কথা বলবে না সেটা অনুমেয়। ২০০৬ সালের পর ঘরের মাটিতে প্রথম এত বড় টুর্নামেন্টের আয়োজক হয়েছে জার্মানি। গ্রুপপর্বে শুরুটাও করেছে দারুণ তারা। প্রথম দুই ম্যাচেই স্কটল্যান্ড ও হাঙ্গেরি জার্মানদের কাছে পাত্তাই পায়নি। তবে তৃতীয় ম্যাচে গিয়ে কিছুটা হোঁচটই খেয়েছে জুলিয়ান নাগলসম্যানের দল। সুইজারল্যান্ডের কাছে কঠিন পরীক্ষা দিয়ে শেষ পর্যন্ত কষ্টার্জিত ড্র করতে পেরেছে ক্রুস-ফুলক্রুগরা। এতে ৭ পয়েন্ট নিয়ে টেবিল টপার হিসেবে শেষ ষোলোতে উত্তীর্ণ হয়েছে স্বাগতিকরা।

সুইসদের বিপক্ষে ম্যাচের মাধ্যমে জার্মান কোচ নাগেলসম্যানও বুঝতে পেরেছেন, তাদের উন্নতির আরও কিছু জায়গা বাকি আছে। তাই ২০১৪ সালের পর শিরোপা বঞ্চিত থাকা জার্মানিকে এবার আরেকটু আঁট ঘাট বেঁধেই মাঠে নামতে হবে। সবশেষ ম্যাচেও প্রায় হারতে বসা খেলায় অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ফুলক্রুগের দুর্দান্ত হেডারে হার এড়ায় জার্মানরা। অবশ্য এই ম্যাচের মাধ্যমে জার্মানি দল যে আরও সচেতন হয়ে যাবে এটা নিশ্চিত। তাই এই ড্র তাদের জন্য আশীর্বাদ স্বরূপই বলা যায়।

আরো পড়ুন : দক্ষিণ আফ্রিকাকে কেন ‘চোকার্স’ বলা হতো, যেভাবে মুছল বদনাম

অন্য দিকে, গ্রপ ‘সি’ এর দ্বিতীয় দল হিসেবে নক আউটে এসেছে ডেনমার্ক। গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই ড্র করে প্রাথমিক বাঁধা টপকেছে তারা। তবে দলে শাকিরি, শাকা, সোমার, হইলুণ্ড, ক্রিশ্চিয়েনসন, এনডয়ের মত প্লেয়ারদের নিয়ে ভালো কিছুরই স্বপ্ন দেখছে ডেনিশরা। যদিও জার্মানির জন্য গত বছরটা বাজে গেলেও চলতি বছরে এখনো হারের মুখ দেখেনি তারা। সাত ম্যাচে তাদের জয় আছে পাঁচটিতে আর দু’টি ম্যাচ করেছে ড্র। আজ তাই স্বাগতিকদের বিপক্ষে যে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে ডেনমার্ককে সেটা নিশ্চিত।

রাত ১ টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি দিনের দ্বিতীয় খেলা। তার আগে বাংলাদেশ সময় রাত ১০ টায় বার্লিনে ইতালির বিপক্ষে মাঠে নামবে সুইজারল্যান্ড।

ক্রিফোস্পোর্টস/২৯জুন২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল