Connect with us
ফুটবল

৭ সেকেন্ডে ইতিহাস গড়ে জয়ে ফিরল জার্মানি

team Germany
ম্যাচ শুরুর মাত্র ৭ সেকেন্ডেই প্রথম গোলের দেখা পেয়েছে জার্মানরা। ছবি- সংগৃহীত

ফ্রান্সের বিপক্ষে গতকাল ঘরের মাঠে ২-০ গোলের জয় পেয়েছে আসন্ন ইউরোর আয়োজক দেশ জার্মানি। এর চেয়ে বড় বিষয় ম্যাচ শুরুর মাত্র ৭ সেকেন্ডেই প্রথম গোলের দেখা পেয়েছে জার্মানরা যা কিনা আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় দ্রুততম গোলের রেকর্ড। গোলটি এসেছে দীর্ঘ ৯৯৮ দিন পর অবসর ভেঙে জাতীয় দলে ফেরা জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের পা থেকে।

এমনিতেই আসন্ন ২০২৪ ইউরোকে ঘিরে জার্মানির উপর অনেক আশা দেশটির ফুটবল সমর্থকদের। তার উপর গত ৪ ম্যাচ ধরে জয়হীন জার্মানদের উপরও তাই চাপটা ক্রমান্বয়ে বেড়েই চলছিল। সব চাপ মিলে গেছে বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্সকে ২-০ গোলে হারানোর মধ্য দিয়ে। কিন্তু ম্যাচের ৭ সেকেন্ডের মাথায় গোল পেয়ে যাবেন এমনটা কি জার্মান কোচ হুলিয়ান নাগেলসম্যান নিজেও ভাবতে পেরেছিলেন!

ম্যাচের দ্বিতীয় টাচেই বল যায় টনি ক্রুসের পায়ে, ক্রুস সূক্ষ্ম পাসে বল বাড়িয়ে দেন ফ্লোরিয়ান ভিরৎজের দিকে। অসাধারণ দূর পাল্লার শটে ফ্রান্সের গোল পোস্টের জাল কাঁপাতে মেটেই ভুল করেননি ২০ বছর বয়সী এই এটাকিং মিডফিল্ডার। একই দিন আন্তর্জাতিক ফুটবলে মাত্র ৬ সেকেন্ডে গোল করে দ্রুততম গোলের রেকর্ড গড়েছে জার্মানির প্রতিবেশী দেশ অস্ট্রিয়ার ক্রিস্টফ বাউমগার্টনার। গতকাল স্লোভাকিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে এই কীর্তি গড়ে অস্ট্রিয়া।

জার্মানির ফ্লোরিয়ান ভিরৎজের গোলটি বর্তমানে দুই নম্বরে থাকলেও আর আগের রেকর্ডটি জার্মানির দখলেই ছিল। ২০১৩ সালে ইকুয়েডরের বিপক্ষে ৭ সেকেন্ড পার হওয়ার পর গোল করে বিশ্বের দ্রুততম সময়ে গোল করার অনন্য কীর্তি গড়েছিলেন লুকাস পোডলস্কি৷

গতকালের ম্যাচে পিছিয়ে পড়ার পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পেসহ বাকি ফুটবলারদের একের পর এক আক্রমণের পরও দুর্ভেদ্য জার্মান দেয়াল ভাঙতে অক্ষমই থেকে যায় ফৃরেঞ্চ ফুটবলাররা। উল্টো ম্যাচের ৪৯ মিনিটে কাই হাভার্টজের করা গোলের কল্যাণে জার্মানি শেষমেশ ম্যাচটি ২-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে।

আরও পড়ুন: এন্ডরিকের প্রথম গোলে ৬ মাস পর জয় পেল ব্রাজিল

ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৪/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল