Connect with us
ফুটবল

আফ্রিকান সিংহের গর্জন থামিয়ে ফের ফাইনালে ফ্রান্স

সেমিফাইনাল জয়ের পর ফ্রান্সের উল্লাস। ছবি: গুগল

কাতারে আফ্রিকান সিংহের গর্জন থামিয়ে আবারো ফাইনালে পৌঁছে গেছে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। সেমিফাইনালের ম্যাচে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে এম্বাপ্পেরা।

বুধবার কাতারের আল বাইত স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচে থিও হার্নান্দেজ ও রানডাল কুলু মুয়ানির গোলে জয় পায় ফ্রান্স।

এদিকে এবার ফাইনালের মহারণে ফ্রান্সের সামনে মেসির দুরন্ত আর্জেন্টিনা। আর্জেন্টিনার লক্ষ্য দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা কাটানো, অপরদিকে ফ্রান্স চায় টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখতে।

অপরদিকে সেমির ম্যাচে শুরুর পাঁচ মিনিটে গোল করে রেকর্ড গড়েন ফরাসি স্ট্রাইকার দেন থিও হার্নান্দেজ। পরে গোল শোধ করতে মরিয়া হয়ে ফ্রান্সের রক্ষণভাগে আক্রমণ চালায় মরক্কো। তবে তাদের প্রতিটি আক্রমণ ফরাসি ডিফেন্স নয়তো গোলরক্ষক লরিসের কাছে আটকে যায়। এতে গোলের দেখা পাওয়া হয়নি আফ্রিকান সিংহদের।

ম্যাচে প্রথমার্ধে বল পজিশনে আফ্রিকার দেশটি এগিয়ে থেকে ফ্রান্সের গোলপোস্ট বরাবর ৫টি শট নেয়। এর মধ্যে দুটি ছিল অনশট। অপরদিকে বল পজিশনে কিছুটা পিছিয়ে থেকেও ৯টি শট নিয়ে ২টি অনশটের মধ্যে ১টিকে গোলে পরিণত করে ফ্রান্স।

ম্যাচের শুরুতে গোল খেলেও দারুণভাবে পাল্টা আক্রমণ করতে থাকে মরক্কো। ১১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে উনাহির দূরপাল্লার শট বাঁ পাশে ঝাপিয়ে ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক হুগো লরিস।

তবে ৩৬ মিনিটে দারুণ এক কাউন্টার আক্রমণে মরক্কোর রক্ষণভাগে ভয় ধরিয়ে দেয় এমবাপ্পে ও জিরুড।

আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: লিওনেল মেসি

বিরতি থেকে ফিরে এসে গোল আদায়ে মরিয়া হয়ে ফ্রান্সের রক্ষণভাগে অ্যাটাক করতে থাকে মরক্কো। তবে বারবার ডিফেন্স ও ‍হুগো লরিসের দেয়াল আক্রমণ প্রতিহত করে। কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত এক শটে ম্যাচের ৭৯তম মিনিটে দলের লিড দ্বিগুণ করেন মুয়ানি। মরক্কোর ডিফেন্স ভেদ করে এমবাপ্পের পাস থেকে মুনিয়া আলতো টোকায় গোল করেন। আর এতেই মরক্কোর ফাইনাল স্বপ্ন ভেঙে যায়।

ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২২/এসএ 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল