
আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পর্দা উঠছে ২০২৫ এশিয়া কাপের। এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াইকে সামনে রেখে শনিবার (২৬ জুলাই) টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এবারের টুর্নামেন্টে অংশ নেবে ৮ দল। এই দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে আসরে অংশ নেবে। ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। আর বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। এতে করে গ্রুপ পর্বে প্রতিটি দল ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। গ্রুপ পর্বের লড়াই শেষে দুই গ্রুপের শীর্ষ ৪ দল পরের পর্বে অর্থাৎ সুপার ফোরে উঠবে। সুপার ফোরে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে উঠবে।
আরও পড়ুন:
» দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেটের অবিশ্বাস্য জয় বাংলাদেশের
» ২০২৫ এশিয়া কাপের চূড়ান্ত সময় সূচি ও ভেন্যু ঘোষণা
আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। তবে ম্যাচগুলোর ভেন্যু এখনো নির্ধারিত হয়নি।
এর আগে আজ বিকেলেই এশিয়া কাপ শুরুর সময় ও ভেন্যু ঘোষণা করেন এসিসির সভাপতি মহসিন নাকভি। শুরুতে টুর্নামেন্টের আয়োজক দেশ ছিল ভারত। তবে এবারের টুর্নামেন্ট আয়োজনে অনাগ্রহ দেখায় দেশটি। গত ২৪ জুলাই ঢাকায় এসিসির দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়, যেখানে টুর্নামেন্ট শুরুর সময় ও ভেন্যুসহ এশিয়া কাপ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। এর পরেই আজ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সময় সূচি ও ভেন্যু ঘোষণা করেছে এসিসি।
ক্রিফোস্পোর্টস/২৬জুলাই২৫/বিটি
