Connect with us
ফুটবল

চুমু-কাণ্ড: স্পেনের ফুটবল প্রধানকে সাময়িক বরখাস্ত করলো ফিফা

fifa
স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস (বামে) ও তাঁর চুমু-কাণ্ড।

অবশেষে বাধ্য হয়েই পদক্ষেপ নিলো ফিফা। সমালোচিত স্পেন ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেস পদত্যাগে রাজি না হলেও তাকে এবার সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলের কোনো কার্যক্রমে তিনি অংশ নিতে পারবেন না।

আজ শনিবার (২৬ আগস্ট) ফিফা এক বিবৃতিতে জানায়, ‘আজ থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে ২৪ আগস্ট চালু হওয়া শাস্তিমূলক কার্যক্রম শুরু সাপেক্ষে প্রাথমিকভাবে ৯০ দিন বহাল থাকবে।’ ফিফা ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান জর্জ ইভান প্যালাসিও তার ক্ষমতাবলে রুবিয়ালেসকে এই সাময়িক নিষোধাজ্ঞা দিয়েছেন।

সিডনিতে অনুষ্ঠিত গত ২০ আগস্ট বিশ্বকাপ ফাইনালের পর পুরস্কার বিতরণ মঞ্চে চ্যাম্পিয়ন দল স্পেনের মিডফিল্ডার হেনি হেরমোসোকে তিনি দৃষ্টিকটুভাবে চুমু দিয়ে বসেন। শুধু তা-ই নয়, দুই হাত দিয়ে নিজের জননেন্দ্রিয় ধরে ছিলেন স্পেনের জয় উদযাপনের সময় ভিআইপি বক্সে!

এসব ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ল তীব্র সমালোচনার সৃষ্টি হয়। রুবিয়ালেস যখন এসব কাণ্ড করছিলেন, তার কয়েক হাত দূরেই স্পেনের রানি লেতিজিয়া তার মেয়েকে নিয়ে বসে ছিলেন।

আজ শনিবার স্পেনের নারী ফুটবলারদের ইউনিয়ন ফুটপ্রো রুবিয়ালেসের শাস্তির দাবি জানায়। ভুক্তভোগী হেরমোসোও বিবৃতিতে একই দাবি জানান। স্পেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ আগেই রুবিয়ালেসকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু গতকাল শুক্রবার ফুটবল ফেডারেশনের বৈঠক শেষে রুবিয়ালেস বলেন, ‘আমি পদত্যাগ করব না, কিছুতেই না।’

তবে সভায় ভিআইপি বক্সের ঘটনার জন্য ক্ষমাপ্রার্থনা করে রুবিয়ালেস বলেন, ‘বক্সে যা ঘটেছে, এর জন্য আমি ক্ষমা চাইছি। উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে আমি আমার শরীরের ওই অংশটি ধরে ফেলেছিলাম। আমি এর জন্য রানির কাছে এবং অন্য যারা এর জন্য খারাপ বোধ করেছেন, সবার কাছে ক্ষমা চাই।’

যদিও ক্ষমা চেয়ে তিনি নিস্তার পেলেন না। সাময়িক ভাবে হলেও ফিফা কতৃক সাময়িক বরখাস্ত হলেন স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস ।

আরও পড়ুন: বাফুফের নিলামে সর্বোচ্চ দাম উঠলো গোলকিপার আসিফের

ক্রিফোস্পোর্টস/২৬আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল