Connect with us
ক্রিকেট

ব্যাটে-বলে ব্যর্থ, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেই বড় হার যুবাদের

Bangladesh vs sri lanka u19 team
যুব বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ- ফাইল ফুটেজ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের অপরাজেয় চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার যুব বিশ্বকাপের শুরুতেই খেল হোঁচট। বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের কাছে বৃষ্টি আইনে ১১২ রানে হেরেছে যুবা টাইগাররা। আগামী ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মূল পর্বের লড়াই।

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়, তেশওয়ান ইউনিভার্সিটি অব টেকনোলোজির মাঠে গতকাল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ যুবদল। যেখানে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারতে হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে।

এদিন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার খেলে স্কোরবোর্ডে ২৩৮ রান জমা করে শ্রীলঙ্কা যুবদল। জবাবে রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যুব টাইগাররা। ১১৯ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর বৃষ্টিতে খেলা থেমে গেলে শ্রীলঙ্কাকে বিজয়ী ঘোষণা করা হয়।

ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন জিসান আলম। বোলিংয়ে জোড়া উইকেট শিকার করেন ওয়াসি সিদ্দিকী। এছাড়াও একটি করে উইকেট নেন মোহাম্মদ ইকবাল হাসান ইমন, রিজওয়ান চৌধুরী, মারুফ মৃধা এবং মোহাম্মদ রাফি-উজ্জামান। এদিন ফিল্ডিংয়ে দুর্দান্ত প্রদর্শন করে তিনটি রান আউট করে টাইগাররা।

বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেতে একই মাঠে আগামী ১৭ জানুয়ারি অস্ট্রেলিয়া যুবদলের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২০ জানুয়ারি ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের স্কোয়াড:

মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, রাফি উজ্জামান রাফি, শেখ পারভেজ জীবন, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফ মৃধা।

আরও পড়ুন: যেভাবে খুঁজে পাওয়া গিয়েছিল ওয়ার্নারের অভিষেক ক্যাপ

ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট