Connect with us
ক্রিকেট

নিজের জাত চিনিয়ে নতুন রেকর্ড গড়লেন অভিজ্ঞ মুশফিক

Mushfiqur Rahim
বিপিএলে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নেই মুশফিকুর রহিম। শেষবার দেশের হয়ে খেলেছেন ২০২২ সালে। মূলত টি-টোয়েন্টিতে পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় দলে নেই লিটল মাস্টার। তবে দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলে পারফরম্যান্স করে যাচ্ছেন নিয়মিত। তারই ফলস্বরূপ এবার বিপিএলে নতুন এক রেকর্ড গড়লেন অভিজ্ঞ এই ব্যাটার। 

গতকাল (২২ জানুয়ারি) বিপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম ইকবাল। আজ দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম। ১০৮ ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

আজ (২৩ জানুয়ারি) বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয় মুশফিকের দল ফরচুন বরিশাল। শুরুতে ব্যাট করে ১৬১ রান সংগ্রহ করে বরিশাল। বরিশালের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন মুশফিক। এছাড়া সৌম্য সরকার করেন ৪২ রান।

আজকের ম্যাচে মাত্র ২৪ রান করলেই ৩ হাজার রানের ক্লাবে পা রাখার সুযোগ ছিল মুশফিকের। এই রান সংগ্রহ করে ৩ হাজারের ক্লাবে পা রাখার পাশাপাশি তামিমকে ছাড়িয়ে বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকও বনে গেছেন মি. ডিপেন্ডেবল।

বর্তমানে বিপিএলে মুশফিকের মোট রান ৩ হাজার ৩৮। আর দুইয়ে থাকা তামিমের মোট রান ৩ হাজার ২৪। তামিম অবশ্য মুশফিকের চেয়ে ১৬ ম্যাচ কম খেলে এই রান সংগ্রহ করেছেন।

আরও পড়ুন: অভিমানী তামিমের ব্যাটে রচিত হলো নতুন ইতিহাস 

ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট