Connect with us
ক্রিকেট

সাকিবকে নিয়ে লস অ্যাঞ্জেলেসের ব্যতিক্রমী পোস্ট

Exceptional post from Los Angeles about Shakib
মেজর লিগে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের জার্সিতে খেলছেন সাকিব। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলমান আসরে বলিউড বাদশা শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে প্রতিনিধিত্ব করছেন সাবেক টাইগার কাপ্তান। দলের এই তারকা অলরাউন্ডারকে নিয়ে একটি ব্যতিক্রমধর্মী পোস্ট করেছে ফ্রাঞ্চাইজিটি।

লস অ্যাঞ্জেলেস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিবকে নিয়ে তিন সেকেন্ডের ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘আপনি কোনো বোলারের ছায়া দেখে তাকে চিনতে পারবেন না। ছায়াটা দেখুন।’ মূলত সাকিব বোলিং করার সময় তার ছায়ার প্রতিচ্ছবি এই ভিডিওতে দেখানো হয়েছে। যা দেখে সহজেই বোঝা যাচ্ছিলো সাকিব বোলিং করছেন। আর পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘বাঘ যখন হাটে, জঙ্গল বোঝে।’

সাকিব অনেক বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন। এইখানে থাকাকালীনও তাকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করত ফ্রাঞ্চাইজিটি। বিশেষ করে প্রায়ই সাকিবকে নিয়ে করা পোস্টে তারা বাংলা ভাষায় ক্যাপশন লিখতো। তবে লিগ পরিবর্তন হলেও মালিকপক্ষ আগেরই। তাই লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সেও আগের মতোই ভালোবাসা পাচ্ছেন সাকিব। তাকে নিয়ে প্রায়ই পোস্ট করে ফ্রাঞ্চাইজিটি।

আরও পড়ুন:

» ভারতকে ছাড়াই মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি?

» পাকিস্তানের নতুন নির্বাচক কমিটি, থাকছেন ক্রিকেটার-কোচরাও 

তবে সাকিবকে ছন্দ ফিরে পেতে অনুপ্রেরণা যোগাতেই হয়ত এ ধরনের ভিন্নধর্মী পোস্ট করেছে দলটি। মূলত লস অ্যাঞ্জেলেসের জার্সিতে এ পর্যন্ত ৩ ম্যাচ খেলেও নিজের সেরাটা দিতে পারেননি সাকিব। ব্যাট হাতে প্রথম ম্যাচে ১৩ বলে ১৮, দ্বিতীয় ম্যাচে ২৬ বলে ৩৫ এবং তৃতীয় ম্যাচে ৭ বলে ৭ রান করেছেন তিনি।

ব্যাট হাতে কিছু রান পেলেও বল হাতে সাকিব ছিলেন বিবর্ণ। এখন পর্যন্ত কোনো ম্যাচে চার ওভারের কোটা পূরণ করতে পারেননি এই বাহাতি স্পিনার। প্রথম ম্যাচে ৩ ওভারে ৩২ রান খরচায় ১টি উইকেট নিলেও পরের দুই ম্যাচে ৪ ওভার হাত ঘুরিয়ে ৫০ রান খরচায় কোনো উইকেটের দেখা পাননি এই তারকা।

৩ ম্যাচ শেষে ১জয় নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে সাকিবরা। আজ (শনিবার) দিবাগত রাত ১টায় চতুর্থ ম্যাচে স্যান ফ্রানসিস্কো ইউনিকর্নসের বিপক্ষে মাঠে নামবে লস অ্যাঞ্জেলেস। এ ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স করে দলকে নিয়ে নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে চাইবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।

ক্রিফোস্পোর্টস/১৩জুলাই২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট