Connect with us
ক্রিকেট

মোহাম্মদ শামির যে তথ্য ফাঁস করলেন দিনেশ কার্তিক

মোহাম্মদ শামি। ছবি- গুগল

বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা পেসার মোহাম্মদ শামি। ৩২ বছর বয়সেও বল হাতে বেশ রাজত্ব করে যাচ্ছেন তিনি। এবার তাকে নিয়ে দারুণ এক তথ্য ফাঁস করেছেন জাতীয় দলের সতীর্থ দিনেশ কার্তিক। ভারতের এই্ উইকেটকিপার ব্যাটার জানান, আমাদের দলের কেউই শামির বোলিংয়ের মুখোমুখি হতে চান না। এর কারণ, তাকে খেলা খুব মুশকিল।

এক সাক্ষাৎকারে কার্তিক জানান, ‘শামি সম্পর্কে শুধুমাত্র একটা কথাই বলব- “অত্যাচারী” ও “আনপ্লেয়েবল”। আমার ক্রিকেটজীবনে যত বোলারকে খেলেছি, তাদের মধ্যে শামি অনেক বেশি কঠিনতম। প্রতিযোগিতামূলক ক্রিকেটে শামির বলে কয়েক বার আউটও হয়েছি। নেটে বল করার সময় খুব দুষ্টুমি করেন। খেলাই যায় না তার। অনুশীলনেও খেলা প্রায় অসম্ভব।

এদিকে শুধু কার্তিক নন, কোহলি, রোহিতরাও নাকি শামির বল খেলতে পছন্দ করেন না। এ নিয়ে কার্তিক বলেন, ‘প্রথমে ভাবতাম, শামি হয়তো আমাকেই শুধুমাত্র কঠিন বলগুলো করে। পরে কোহলি, রোহিতের সঙ্গে কথা বলে জানতে পারলাম, ওরাও নেটে শামির বল খেলতে চায় না। অথচ ওরা দুজনেই এখন বিশ্বের প্রথম সারির দুজন ব্যাটার।

কার্তিক বোঝাতে চান, ম্যাচে শামি যেমন প্রতিপক্ষ ব্যাটারদের অস্বস্তিতে রাখেন ঠিক তেমনই নেটেও সতীর্থদের সামনে এমন বল করেন। বোলিংয়ের মান ধরে রাখার ক্ষেত্রে কোনো আপোস নেই তার।

উদাহরণ দিয়ে কার্তিক বলেন, সদ্য সমাপ্ত নাগপুর টেস্টে পেসারদের জন্য কিন্তু কিছুই ছিল না। তবু শামি বল সুইং করিয়েছেন ! কার্তিকের মতে, নিখুঁত লাইন ও লেংথের জন্যই শামি এত ভয়ঙ্কর।

আরও পড়ুন: পারল না বরিশাল, সাকিবের ব্যাটিংয়ে না নামার কারণ জানালেন কোচ

ক্রিফোস্পোর্টস/১৪ফেব্রুয়ারি২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট