Connect with us
ফুটবল

পরিবারের জন্য আর্জেন্টিনায় না ফেরার সিদ্ধান্ত ডি মারিয়ার

Di Maria's decision not to return to Argentina for family
আনহেল ডি-মারিয়া। ছবি- সংগৃহীত

সবশেষ কোপা আমেরিকার আগেই ডি মারিয়া ঘোষণা দিয়েছিলেন, এই টুর্নামেন্ট খেলেই জাতীয় দল থেকে অবসরে যাবেন। কোপা আমেরিকার শিরোপা জিতে করলেনও তাই। কিন্তু ফুটবলকে বিদায় জানানোর আগে শৈশবের ক্লাবে খেলার শেষ ইচ্ছেটা আর হয়ত পূরণ হচ্ছে না ২০২২ বিশ্বকাপজয়ী উইঙ্গারের।

ডি মারিয়ার ইচ্ছে ছিল, ক্যারিয়ারের শেষ সময়টা শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে খেলে সেখান থেকেই ফুটবলকে বিদায় জানাবেন। যেখানে তার স্বর্ণালি ক্যারিয়ারের শুরু, সেখানেই ক্যারিয়ারের ইতি ঘটাতে চেয়েছিলেন। কিন্তু ডি মারিয়ার নিজ শহর রোজারিওতে তার নিজ পরিবারের নিরাপত্তার শঙ্কা থাকায় সেখানে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কেননা কিছুদিন আগেই তার রেজারিওর বাড়িতে মৃত্যু হুমকি সংবলিত এক চিরকুট পাঠানোর পর এবার ডি মারিয়ার ছোট মেয়ের নাম উল্লেখ করে হুমকি দিয়েছে আততায়ীরা। আর্জেন্টাইন তারকার বোনের দোকানে বাক্স ভরে এই সব হুমকি পাঠানো হয়েছে যেখানে লেখা আছে, রোজারিও শহরে ডি মারিয়া ফিরে আসলেই তার মেয়েকে খুন হতে হবে। বাক্সের ভেতরে হুমকির পাশাপাশি বুলেটবিদ্ধ একটি শূকরের মাথাও ছিল। তাই নিজ শহরে ফিরতে চান না বলে জানিয়েছেন এই বিশ্বকাপজয়ী তারকা।

আরও পড়ুন:

» অলিম্পিক: কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে বড় চ্যালেঞ্জ!

» পাকিস্তান সিরিজ দিয়ে টেস্টে প্রত্যাবর্তন করছেন তাসকিন 

এ বিষয়ে আর্জেন্টিনার এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে কথা বলেছেন ডি মারিয়া। সেখানে তিনি বলেন, ‘আমার বোনের দোকানে বাক্সে ভরে বুলেটবিদ্ধ একটি শূকরের মাথাসহ হুমকি দেয়া হয়েছে। সেখানে চিরকুটে বলা হয়েছে, আমি সেন্ট্রালে ফিরলে পরবর্তীতে আমার ছোট মেয়ে পিয়ার মাথা কাটা যাবে।’

উদ্ভূত পরিস্থিতিতে তাই শৈশবের ক্লাব থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত থেকে এখন সরে এসেছেন ডি মারিয়া। বর্তমানে আলবিসেলেস্তেদের তারকা হয়ে ওঠা এই ফুটবলারের ক্যারিয়ারের শুরু হয় সান্তা ফে প্রদেশের রোজারিও শহরের ক্লাব রোজারিও সেন্ট্রালের বয়সভিত্তিক দল থেকেই। তারপর মূল দলে উন্নীত হয়ে সেখানেও দুই বছর খেলেছেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা।

পরিবারকে নিরাপত্তার ঝুঁকিতে পরতে হবে বলে রোজারিওতে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ডি মারিয়া।

ক্রিফোস্পোর্টস/৩১জুলাই২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল