Connect with us
ক্রিকেট

গ্যালারিতে ধোনি-ভক্তদের বাঁধভাঙা উল্লাসে ঘড়িতে ‘নয়েজ এলার্ট’

Dhoni-fans cheering in the gallery, 'Noise Alert' on the clock
ধোনি ব্যাটিংয়ে নামার সময় ভক্তদের উল্লাসে ঘড়িতে ‘নয়েজ এলার্ট’ বেজে উঠে। ছবি- সংগৃহীত

ভারতের সাবেক সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে আইপিএলে এতটাই উন্মাদনা যে, গতকাল লখনৌয়ের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে ভক্তদের উল্লাসে  ‘নয়েজ এলার্ট’ বেজে উঠেছে ঘড়িতে।

জাতীয় দল থেকে  কয়েক বছর আগেই অবসর নিয়েছেন ধোনি। এরপরও ধোনির জনপ্রিয়তায় যেন এতটুকুও ভাটা পড়েনি। ভারতের চেন্নাই বা চেন্নাইয়ের বাইরে যে স্টেডিয়ামেই খেলতে নামেন, গ্যালারি থেকে একটা নামই ভেসে আসে, ‘ধোনি… ধোনি’।

গতকাল রাতে (শুক্রবার) আইপিএলে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস-লখনৌ সুপার জায়ান্টস। এই ম্যাচেই লখনৌয়ের স্টেডিয়ামে ধোনি যখন ব্যাট করতে নামেন তখন স্টেডিয়ামে শব্দের মাত্রা ৯৫ ডেসিবেল ছাড়িয়ে যায়।

বিষয়টি ধরা পড়ে লখনৌয়ের উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি ককের স্ত্রী সাসা ডি ককের ঘড়িতে। যিনি পরবর্তীতে তার ঘড়ির সেই সময়কার একটি ছবি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।

একটা কথা থেকে এই শব্দের তীব্রতা কতটুকু তার আভাস পাওয়া যাবে। সাধারণত এমন শব্দদূষণ যদি টানা ১০ মিনিট ধরে হয় তাহলে যে কোন ব্যক্তির অস্থায়ীভাবে বধির হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

গত কয়েক বছর ধরেই আইপিএলে ধোনিকে নিয়ে এমন উন্মাদনা হরহামেশাই দেখা যাচ্ছে। হোক সেটা চেন্নাই বা কলকাতা, মুম্বাই কিংবা হায়দরাবাদ, ৪২ পেরোনো ধোনি কবে যে আইপিএলেও ইতি টানবেন সেটা তো আর ভক্ত-সমর্থকরা জানে না।

তাই ধোনির শেষ সময়ের প্রতিটি ক্ষণ উপভোগ করতে প্রস্তুত থাকেন ভারতীয় ভক্তরা। এর আগে জাতীয় দল থেকেও আকস্মিক বিদায়ের ঘোষণা দিয়ে সবাইকে হতবাক করে দিয়েছিলেন মাহি।

ধোনিকে নিয়ে উন্মাদনার প্রসঙ্গে বিস্ময় প্রকাশ করেন লখনৌয়ের ক্যারিবীয় ব্যাটার নিকোলাস পুরান, ‘আমাদের দেশে সমর্থকরা ব্রায়ান লারার ভীষণ ভক্ত। যদিও তার সাথে খেলার সুযোগ হয়নি আমার কিন্তু ধোনির সাথে খেলতে পারাটা আমার জন্য গর্বের। ধোনি যখনই ব্যাট করতে নামে তখন গ্যালারি দেখলে মনে হয় হলুদ সমুদ্র। এই দৃশ্য এবং অভিজ্ঞতাটা অসাধারণ। প্রতি মৌসুমেই এই দৃশ্যটা দেখে আসছি। এটা আমি কখনোও ভুলবো না। এই গল্প আমি আমার সন্তান ও নাতি-নাতনীদেরও শোনাতে পারবো।’

লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুলও ধোনি বন্দনায় মেতে ওঠেন। পুরানের সঙ্গে এক সুরে রাহুলের কণ্ঠেও উচ্ছাস, ‘আমরা খেলেছি লখনৌয়ে কিন্তু গ্যালারি দেখে মনে হয়েছে আমরা মিনি চেন্নাইয়ে আছি।’

গতকালের ম্যাচটি যদিও শেষ পর্যন্ত হেরে গেছে চেন্নাই। ঘরের মাঠে এক ওভার বাকি থাকতেই চেন্নাইকে ৮ উইকেটে হারায় লোকেশ রাহুলের লখনৌ সুপার জায়ান্টস।

আরও পড়ুন: চিপকের বাইরে অকার্যকর মুস্তাফিজ!

ক্রিফোস্পোর্টস/২০এপ্রিল২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট