Connect with us
ক্রিকেট

শাকিব খানের অধীনে বিপিএলে নতুন রূপে ঢাকা

Dhaka franchise in new form in BPL under Shakib Khan
ঢাকা ফ্রাঞ্চাইজির নাম ও লোগো প্রকাশ করেছেন শাকিব খান। ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতিটি আসরেই কোনো না কোনো ফ্রাঞ্চাইজির নাম ও মালিকানায় পরিবর্তন আসে। তবে এবারের আসরে ফ্র্যাঞ্চাইজিগুলোতে পূর্বের তুলনায় বড় পরিবর্তন আসতে যাচ্ছে। সরকারের পট পরিবর্তনের পর বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিকানায় পরিবর্তন আসতে যাচ্ছে।

ইতোমধ্যে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানায় পরিবর্তন এসেছে। এবারের আসরে ঢাকার মালিকানায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। তার রিমার্ক-হারল্যান কোম্পানির অধীনে রয়েছে এবারের আসরের ঢাকা ফ্রাঞ্চাইজি।

বিপিএলের গত আসরেও ঢাকার নাম পরিবর্তন করা হয়েছে। গত আসরে ঢাকা ডমিনেটরসের নাম পাল্টে রাখা হয় দুর্দান্ত ঢাকা। এবারের আসরে আবারও পরিবর্তন আনা হয়েছে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাজয়ী এই ফ্রাঞ্চাইজিটির নামে।

আরও পড়ুন:

» স্টেগেনের অনুপস্থিতিতে নতুন গোলকিপার নিলো বার্সেলোনা

» যুক্তরাষ্ট্রের মাটিতে সাকিবের বিপক্ষে মাঠে নামবেন তামিম 

ঢাকা ফ্রাঞ্চাইজির নতুন নাম ‘ঢাকা ক্যাপিটালস’। আজ বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে রিমার্ক হারল্যানের হেড অফিসে ফ্রাঞ্চাইজিটির লোগো উন্মোচন করেন শাকিব খান। এ সময়ে সেখানে ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ ও রিমার্ক হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমনসহ অনেকে উপস্থিত ছিলেন।

মূলত ক্রিকেটপ্রেমীদের মতামতকে প্রাধান্য দিয়েই ফ্রাঞ্চাইজির নাম ঢাকা ক্যাপিটাস রাখা হয়েছে বলে জানান শাকিব খান। তিনি বলেন, ‘বিপিএলে আমাদের টিমের জন্য নাম সাজেস্ট করেছে দেশবিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা। তাদের রেসপন্স দেখে আমি বেশ উচ্ছ্বসিত হয়েছি। তাদের মতামতকে প্রাধান্য দিয়েই আমাদের দলের নাম চূড়ান্ত করা হয়েছে।’

বিপিএলে সর্বশেষ ২০১৬ আসরে শিরোপা জিতেছিল ঢাকা। এরপর দুইবার ফাইনালে উঠেও শিরোপার দেখা পায়নি তারা। গত কয়েকটি আসর ধরে ফ্রাঞ্চাইজিটির পারফরম্যান্স খারাপের দিকেই যাচ্ছে। ফলে ফ্রাঞ্চাইজিটির ওপরে আস্থা হারিয়েছে অসংখ্য ভক্ত-সমর্থকেরা।

তবে শাকিব খানের মালিকানায় বিপিএলের ১১তম আসরে নতুন উদ্যমে শুরু করবে ঢাকা ক্যাপিটালস। এমনটাই প্রত্যাশা করছেন ঢাকার অসংখ্য ভক্ত-সমর্থকরা।

ক্রিফোস্পোর্টস/২অক্টোবর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট