Connect with us
ক্রিকেট

সেঞ্চুরি সত্ত্বেও হার, কোহলিকে খোঁচা দিলেন পাকিস্তানি ক্রিকেটার

Pakistani cricketer pokes fun at Kohli
কোহলিকে খোঁচা দিয়েছেন পাকিস্তানি পেসার জুনাইদ খান। ছবি- সংগৃহীত

প্রতি মৌসুমের মতো চলতি মৌসুমেও ব্যাট হাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ত্রাতা হয়েছেন ভিরাট কোহলি। ফর্মে না থাকা ব্যাটিং লাইনকে তিনি যেন একাই টেনে তুলছেন৷ গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচেও হাল ধরেছেন দলের ব্যাটিংয়ের৷ চলতি আসরের প্রথম সেঞ্চুরিও আসে তাঁর ব্যাট থেকে৷ কিন্তু তাতেও জিততে পারেনি বেঙ্গালুরু৷ তবে এদিন ম্যাচ হারের চেয়ে কোহলির সেঞ্চুরিকে ঘিরেই জলঘোলা হচ্ছে ক্রিকেট পাড়ায়৷ এবার ভিরাটকে খোঁচা দিলেন পাকিস্তানী ক্রিকেটারও৷

গতকাল জয়পুরে ব্যাট হাতে ৬৭ বলে সেঞ্চুরি করেন ভিরাট কোহলি। যা আইপিএলের ইতিহাসের সবচেয়ে মন্থরগতির সেঞ্চুরি৷ একই দিনে কোহলির সেঞ্চুরিকে বিফল করে দিয়ে ম্যাচের নায়ক হয়েছেন রাজস্থানের জস বাটলার। ৫৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ৫ বল বাকি থাকতেই নিজের দলকে জিতিয়েছেন বাটলার৷

ম্যাচ শেষে পাকিস্তানী সাবেক পেসার জুনাইদ খান নিজের এক্স অ্যাকাউন্টে লিখেন, ‘আইপিএলের ইতিহাসে সবচেয়ে ধীরগতির সেঞ্চুরি করায় তোমাকে অভিনন্দন বিরাট।’

Junaid Khan pokes fun at Virat Kohli's slowest IPL Century

কোহলির ধীরগতির সেঞ্চুরি নিয়ে জুনাইদ খানের মন্তব্য। ছবি- সংগৃহীত

শুধু জুনাইদ খানই নন, কোহলির এই সেঞ্চুরি নিয়ে কথা বলেন স্বদেশী ক্রিকেটার ভিরেন্দ্র শেবাগও৷ ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিরাট কোহলির স্ট্রাইকরেট বাড়তে পারতো। কারণ, আপনি যখন ৩৯ বলে ৫০ রান করেন, তখন স্ট্রাইক-রেট বেড়ে যায়। এমনকি ২০০ এর কাছাকাছি চলে যায়। কিন্তু অন্য ব্যাটাররা কিছুই করতে পারেনি। সব চাপ ছিল কোহলির ওপর।’

তিনি আরও বলেন, ‘কোহলি ফর্মে আছে। শেষ পর্যন্ত টিকে থাকাটাই তার ভূমিকা। অন্য যে ব্যাটারদের এত টাকা দিয়ে বাছাই করা হয়েছে, তাদের (গ্লেন) ম্যাক্সওয়েলের মতো দক্ষতা প্রমাণ করা উচিত। কিন্তু আজ কেউ কিছুই করেনি।’

এদিকে পাঁচ ম্যাচে ৪ হার ও ১ জয় নিয়ে পয়েন্ট টেবিলের আট নাম্বারে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু৷

আরও পড়ুন: টানা তিন হারের পর অবশেষে জয়ের দেখা পেল মুম্বাই 

ক্রিফোস্পোর্টস/৭এপ্রিল২৪/টিএইচ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট