Connect with us
ক্রিকেট

রংপুরকে হারিয়ে বিপিএলে টানা তৃতীয়বারের মতো ফাইনালে কুমিল্লা

Comilla Victorians vs Rangpur Riders 1st Qulifier
কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেছেন লিটন দাস। ছবি- সংগৃহীত

বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয়ের ব্যাটিং কল্যাণে ৬ উইকেটে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

সোমবার (২৬ জানুয়ারি) মিরপুরে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৮৫ রানের পুজি পায় রংপুর। জবাবে ৯ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় চার বারের চ্যাম্পিয়নরা।

এদিন মিরপুরে আগে ব্যাটিংয়ে নেমে ব্যর্থ হয় রংপুরের টপ অর্ডার। ২৭ রানেই রংপুরের ৩টি উইকেট তুলে নেয় কুমিল্লা। এরপর বিপত্তি সামাল দেন শেখ মেহেদি ও জেমি নিশাম। দলীয় ৬৬ রানে মেহেদি ফিরে গেলে ভেঙে যায় ৩৯ রানের জুটি। এরপর নিকোলাস পুরান ও নুরুল হাসানদের নিয়ে মাঝারি জুটি গড়ে বড় লক্ষ্যের এগোতে থাকে নিশাম। শেষ ওভারে ২৮ রান নিয়ে ১৮৫ রানের পুজি দাঁড় করান নিশাম।

নিশাম ৪৯ বলে ৯৭ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া সোহান ৩০ ও মেহেদি ২২ রান করেছেন। কুমিল্লার হয়ে আন্দ্রে রাসেল ২টি ও চারজন বোলার ১টি করে উইকেট শিকার করেছেন।

১৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বলেই সুনীল নারাইনের উইকেট হারায় কুমিল্লা। এরপর প্রাথমিক বিপত্তি সামলে লিটন দাস ও তাওহীদ হৃদয়ের ব্যাটে এগোতে থাকে কুমিল্লা। তাদের অনবদ্য জুটিতে সহজেই ম্যাচ বের করে নেয় দলটি। দ্বিতীয় উইকেটে ৯৪ বলে ১৪৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

শেষদিকে হৃদয় ৬৪ ও লিটন দাস ৮৩ রান করে আউট হয়ে গেলেও তা কুমিল্লার ব্যাটিংয়ে তা কোনো প্রভাব ফেলেনি। ১৯তম ওভারে মঈন আলীর ছয়-চারে ৯ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় কুমিল্লা। রংপুরের হয়ে ফজলহক ফারুকি ২ টি এবং আবু হায়দার ও শেখ মেহেদি ১টি করে উইকেট শিকার করেছেন।

এর আগে এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়েছে ফরচুন বরিশাল। আগামী বুধবার (২৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল।

আরও পড়ুন: চট্টগ্রামকে বিদায় করে কোয়ালিফায়ারে তামিমের বরিশাল 

ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট