Connect with us
ফুটবল

বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিলেন কোচ জাভি হার্নান্দেজ

Barcelona coach Xavi Hernandez
বার্সেলোনা কোচ জাবি হার্নান্দেজ। ছবি- সংগৃহীত

ধারাবাহিক ব্যর্থতার কারণে দায়িত্ব ছাড়তে পারেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন যাবত। গেল মৌসুমে দলকে শিরোপা জেতালেও এই আসরে অনেকটাই বিবর্ণ তার দল বার্সেলোনা। এবার গতকাল ভিয়ারিয়ালের বিপক্ষে ৫-৩ গোলে হারের পর মৌসুম শেষে কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন জাভি হার্নান্দেজ।

ভিয়ারিয়ালের কাছে হার দিয়ে সবশেষ পাঁচ ম্যাচে তিনটিতেই হারের স্বাদ পেল বার্সেলোনা। এই ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত ৩-৩ ব্যবধানে সমতায় ছিল। তবে যোগ করা সময়ে দুটি গোল খেয়ে টানা দ্বিতীয় পরাজয় বরণ করল বার্সেলোনা। এতে করে লা লিগার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়াল ১০।

শিরোপা থেকে দূরত্ব আরও বেড়ে যেতেই চূড়ান্ত ভাবে নিজের সিদ্ধান্ত জানাল বার্সা কোচ, ‘আগামী জুনে আমি বার্সেলোনা ছেড়ে দিচ্ছি। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে ফেরা যায় না। এটাই পরিবর্তনের উপযুক্ত সময়। একজন কিউল হিসেবে আমি মনে করি, এটাই ক্লাব ছাড়ার সঠিক সময়।’

জাভি হার্নান্দেজ নিশ্চিত করেন আগামি ৩০ জুন বার্সেলোনার ডাগআউটে শেষ দিন হবে তার। এই বিষয়ে বোর্ডের সাথে ইতোমধ্যে কথা হয়েছে তার। তিনি আরও বলেন, ‘কেউ আমাকে বলেছিল, বার্সার স্যার অ্যালেক্স ফার্গুসন হতে। এটা অসম্ভব। বার্সায় এটা কখনো হবে না। আমরা এমন জায়গায় আছি, যেখান থেকে ফেরা সম্ভব নয়।’

তবে হঠাৎ করেই এমন সিদ্ধান্ত নেননি বলে জানান জাভি, ‘একদিন আগে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এখন সেটা প্রকাশ্যে জানানোর সময়। আমি মনে করি খেলোয়াড়দেরও নিজেদের খুব মুক্ত ভাবতে দেওয়া উচিৎ। আমি ক্লাবের সমস্যার কারণ হতে চাই না। এই মুহূর্তে তাই আমার একটাই চিন্তা– ক্লাব ছেড়ে দেওয়াই সবচেয়ে ভালো সমাধান হতে পারে।’

এর আগে ২০২১ সালে বার্সেলোনার কোচ রোনাল্ড ক্যোমান বরখাস্ত হলে তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান জাভি হার্নান্দেজ। এরপরেই পূর্ণ মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তার অধীনে ২০২২-২৩ মৌসুমে বার্সেলোনা লিগ শিরোপা জয়ী হয়। বার্সেলোনার সঙ্গে আগামী ২০২৫ সাল পর্যন্ত চুক্তি আছে জাভি হার্নান্দেজের।

আরও পড়ুন: ৮ গোলের ম্যাচে বার্সাকে কাঁদিয়ে চমকে দিলো ভিয়ারিয়াল

ক্রিফোস্পোর্টস/২৮জানুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল