Connect with us
ক্রিকেট

পূর্ব পরিকল্পনা অনুসারেই মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে চেন্নাই

Chennai has added Mustafiz to the team as per the previous plan
প্রথমবারের মতো চেন্নাইয়ের হয়ে মাঠ মাতাবেন ফিজ। ছবি- সংগৃহীত

আইপিএলের মিনি নিলামে গত ১৯ ডিসেম্বরে দল পেয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ২ কোটি রুপিতে আইপিএলের সফল ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসে পাড়ি জমান এই বাঁ হাতি পেসার। নিলামের শেষ দিকে এক্সিলারেটেড রাউন্ড থেকে তাকে দলে ভেড়ায় চেন্নাই।

আইপিএলে প্রথবারের মতো চেন্নাইয়ের হয়ে খেলবেন মুস্তাফিজ। তবে তার মূল একাদশে জায়গা পাওয়া নিয়ে রয়েছে সংশয়। কেননা ইতোমধ্যেই চেন্নাই একাদশে জায়গা পাকাপোক্ত করে রেখেছেন লংকান পেসার পাথিরানা। গত আসরে চেন্নাইয়ের ট্রফি জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই পেসার।

বিদেশি পেসারদের ক্ষেত্রে পাথিরানাই বেশি প্রাধান্য পাবেন। তাছাড়া ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর সম্ভাব্য একাদশেও জায়গা হয়নি ফিজের। তাই নতুন দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারফরমেন্স দিয়েই লড়তে হবে কাটার মাস্টার কে।

তবে পাথিরানা কিছুটা ইনজুরিপ্রবণ। পাথিরানার বিকল্প হিসেবে ফিজকে দলে ভিড়িয়েছে চেন্নাই -এমনটা সম্ভাব্য কারণ হিসেবে মনে হলেও দলটির নির্বাহী কেএস বিশ্বনাথ বলছেন ভিন্ন কথা। মুস্তাফিজকে পূর্ব পরিকল্পনা অনুসারেই দলে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সম্প্রতি চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে এবারের নিলাম সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমরা যাদেরকে নিতে চেয়েছিলাম, তাদের প্রায় সবাইকেই পেয়েছি। সত্যি বলতে, মিচেলকে (ড্যারিল মিচেল) নিয়ে আমাদের পরিকল্পনা ছিল। আমাদের আরও মনে হয়েছে, মাঠের দুই পাশের সীমানা বিবেচনায় নিয়ে চেন্নাইয়ের উইকেটে মুস্তাফিজ ভালো একটি পছন্দ হতে পারে।’

চেন্নাইয়ে এবারে মোট ২৫ জন ক্রিকেটার আছেন, তার মধ্যে বিদেশি আছেন ৮ জন। সদ্য শেষ নিলামে চেন্নাই রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, শার্দূল ঠাকুর, সামির রিজভী এবং মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে।

আরও পড়ুন: শরিফুল-সাকিবদের প্রশংসা করলেন সাবেক গুরু অ্যালান ডোনাল্ড

ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট