Connect with us
ফুটবল

মেসি অবসর নেওয়ার পরেই ব্যালন ডি’অর জেতার সুযোগ পাব: হলান্ড

Messi_haaland
লিওনেল মেসি ও আর্লিং হলান্ড। ছবি- সংগৃহীত

শুধুমাত্র লিওনেল মেসি অবসর নেওয়ার পরই নিজের ব্যালন ডি’অর জেতার সুযোগ থাকবে বলে মন্তব্য করেন ম্যানচেস্টার সিটি তারকা আরলিং হলান্ড। এছাড়া তিনি মেসিকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে উল্লেখ করেন।

মঙ্গলবার (৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে নিজের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার জিততে হলে মেসিকে অবসর নিতে এমন প্রশ্নের উত্তরে হল্যান্ড বলেন, ‘ভাল প্রশ্ন! তবে আমি জানি না। আমি সব জিতেছি কিন্তু আমার বয়স মাত্র ২৩ বছর, তাই আমি আবার সবকিছু জিততে চাই। এখন পর্যন্ত খেলছে তাদের মধ্যে মেসি এখনও সেরা, হয়তো অন্য কাউকে সেরা হিসেবে বিবেচনা করার জন্য মেসিকে অবসর নিতে হবে।’

ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার গত বছরটি কাটিয়েছেন স্বপ্নের মতো। গত মৌসুমে হলান্ড সিটিকে ট্রেবল জয় করতে সাহায্য করেন। মৌসুম জুড়ে সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ৫২ গোল করেছিলেন। তবুও, এই নরওয়েজিয়ান ২০২৩ ব্যালন ডি’অর পুরষ্কার জিততে পারেননি কারণ তিনি আর্জেন্টিনা এবং ইন্টার মিয়ামি তারকা লিওনেল মেসির পিছনে দ্বিতীয় স্থানে ছিলেন। মেসি ২০২২ সালের ডিসেম্বরে আর্জেন্টিনাকে তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা এনে দিয়েছিলেন।

গত মৌসুমের মতো এবারও দুর্দান্ত ফর্মে রয়েছেন এই নরওয়েজিয়ান। তিনি এবারও প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জেতার শীর্ষে, কারণ তিনি ইতোমধ্যে ২২ ম্যাচে ১৮ টি লিগ গোল করেছেন। অন্যদিকে, মেসি ইন্টার মায়ামির সাথে নতুন এমএলএস ২০২৪ মৌসুমে দুর্দান্ত ভূমিকায় রয়েছেন। ইতোমধ্যে তিনটি ম্যাচে চারটি গোলে অবদান রেখেছেন তিনি ।

ম্যানচেস্টার সিটি আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ এর ম্যাচে কোপেনহেগেন এর মুখোমুখি হবে। চ্যাম্পিয়নস লিগের এই মৌসুমে হলান্ড এখন পর্যন্ত পাঁচটি গোল করেছেন।

আরও পড়ুন: চ্যাম্পিয়নস লিগে বাড়ছে দল, যেভাবে হবে নতুন ফরম্যাটের খেলা

ক্রিফোস্পোর্টস/৫মার্চ২৪/আরআর/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল