Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সময় প্রকাশ, কে কোন গ্রুপে?

Who is in which group in the Champions Trophy possible schedule?
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতে। ছবি- সংগৃহীত

আগামী বছর পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে সম্ভাব্য সূচি আইসিসির কাছে জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি (পিসিবি)। সেই সূচি অনুযায়ী ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। যা চলবে ৯ মার্চ পর্যন্ত।

এর আগে ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ৮টি দল চূড়ান্ত করা হয়েছে। যেখানে স্বাগতিক পাকিস্তান সহ রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও আফগানিস্তান।

আরও পড়ুন:

» বিশ্বকাপে কোনো ম্যাচ খেলতে না পেরে হতাশ শরিফুল

» ইউরোর কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ, ম্যাচগুলো কখন? 

আইসিসির একজন বোর্ড সদস্যের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো পাকিস্তানের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এগুলো হলো- লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি। ১৫ টি ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে, যার মধ্যে ফাইনাল ম্যাচও রয়েছে। এছাড়া করাচিতে ৩টি এবং রাওয়ালপিন্ডিতে ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এই দুই ভেন্যুতে।

পিটিআইয়ের প্রতিবেদনে গ্রুপের বিষয়টি নিয়েও বলা হয়েছে। যেখানে গ্রুপ-এ তে রয়েছে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ড। আর গ্রুপ-বি তে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

তবে আইসিসির কাছে পাকিস্তানের পাঠানো এই সম্ভাব্য সূচিতে এখনো সম্মতি জানায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে অন্যান্য দেশ অংশগ্রহণের সম্মতি দিলেও এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ক্রিফোস্পোর্টস/৩জুলাই২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট