Connect with us
ক্রিকেট

রিশাদের দুর্দান্ত ইনিংস নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত

What Shanto said about Rishad's great innings
রিশাদের ঝোড়ো ইনিংস নিয়ে প্রশংসা করেছেন শান্ত। ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। মাঝে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ালেও শেষ ম্যাচে সেই হারই সঙ্গী টাইগারদের। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ হেরে গেলেও ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন রিশাদ হোসেন। তাই ম্যাচ শেষে বাংলাদেশের প্রাপ্তি রিশাদের দারুণ ইনিংসটি।

শনিবার (৯ মার্চ) সিরিজের শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার দেওয়া ১৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। দলীয় ৩২ রানেই ৬ উইকেট হারিয়েও রিশাদের ঝোড়ো ফিফটিতে বড় ব্যবধানে হার এড়িয়েছে বাংলাদেশ। ৩০ বলে ৫৩ রান করে আউট হয়েছেন এই অলরাউন্ডার।

রিশাদের ৫৩ রানের ইনিংসে ছিল না কোনো চারের মার। ৭ ছয়ের মারে এই ইনিংসটি সাজিয়েছেন তিনি। এছাড়া বল হাতেও ২টি উইকেট শিকার করেছেন। তার অলরাউন্ড পারফরম্যান্সের প্রশংসাও করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে রিশাদের অলরাউন্ড পারফরম্যান্স নিয়ে শান্ত বলেন, ‘ কন্ডিশন অনুযায়ী সে ভালো বোলিং করেছে। ব্যাটিংটা দরকার ছিল কারণ এখন আমরা বিশেষজ্ঞ ৬ ব্যাটার নিয়ে খেলছি। সাথে অলরাউন্ডার থাকে। আমার মনে হয় সে যেভাবে ব্যাটিং করেছে এটা ভবিষ্যতের জন্য আমাদের দলের জন্য অনেক ভালো হবে।’

এদিন বল হাতে হ্যাটট্রিকসহ পাঁচটি উইকেট শিকার করেছেন নুয়ান থিসারা। মাথিশা পাথিরানার বদলি হিসেবে আজ সুযোগ পাওয়া এই বোলারকে বুঝতেই পারেননি টাইগার ব্যাটাররা, ‘ওর অ্যাকশনটা একটু অন্যরকম। আমরা খুব বেশি খেলি না এমন। আগের দুই ম্যাচে পাথিরানাকে ভালোভাবেই সামলেছি। আমার মনে হয় শুরুর দিকে বলটা সুইং করছিল। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের এরকম চ্যালেঞ্জ মেনে নিতে হবে এবং কীভাবে আমরা আরও ভালো করতে পারি তা নিয়ে প্ল্যান করতে হবে।’

আরও পড়ুন: তাসকিন-রিশাদের ব্যাটে বড় হার এড়ালেও সিরিজ খুইয়েছে বাংলাদেশ 

ক্রিফোস্পোর্টস/৯মার্চ২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট