
যত দিন যাচ্ছে ততই আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ নিয়ে আলোচনা বাড়ছে। তবে নিজেদের একজন স্থায়ী কোচ নিয়োগ দেয়া নিয়েই বেশি চিন্তিত ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে দলের বাজে পারফরম্যান্সের জেরে চাকরি হারিয়েছিলেন দড়িভাল জুনিয়র। বর্তমানে কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তিকে দলে পেতে মরিয়া হয়ে উঠেছে সেলেসাওরা।
তবে স্থানীয় কোচদের ওপর আস্থা রাখতে চান ব্রাজিলের বিশ্বকাপ জয়ী রাইটব্যাক ফুটবলার কাফু। কেননা এখন পর্যন্ত যেটা পাঁচ বিশ্বকাপের সবগুলোতেই অবদান ছিল ব্রাজিলের দেশীয় কোচদের। তাই আনচেলত্তিকে না পেলেও চিন্তার কারণ আছে বলে মনে করেন না কাফু। তার মতে স্থানীয় কোচের ওপর আরো একবার আস্থা রাখতে পারে ব্রাজিল।

বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান অধিনায়ক কাফু।
এক আলোচনায় তিনি বলেন, ‘আনচেলত্তিকে কোচ করা হলে আমরা তাকে স্বাগত জানাব। কিন্তু আমরা একমাত্র দল হিসেবে পাঁচবার বিশ্বকাপ জিতেছি বিদেশি কোচ ছাড়াই। আমাদের সব সময় দেশি কোচই ছিল, এটাই ব্যাপার। ব্যাপারটা এমন না যে একজন বিদেশি কোচের জাতীয় দলে আসা উচিত। কিন্তু আমি এই বিশ্বকাপের জন্য ব্রাজিলিয়ান কোচের ওপরই বাজি ধরব।’
আরও পড়ুন:
» অভিষেক ম্যাচেই স্বপ্নভঙ্গ বার্সেলোনার তরুণ বিস্ময়বালকের
» মেসি-সুয়ারেজদের গোলে বড় জয় পেল মায়ামি
ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী এই অধিনায়ক আরও পরামর্শ দেন, ‘টুর্নামেন্টের এখন বছর দেড়েক বাকি। তাই একজন কোচকে আমি পরিকল্পনা তৈরির এবং বিশ্বকাপ জয়ের জন্য দল গঠনের সুযোগ দিতে চাই। আমাদের বাস্তবতা হলো আমাদের কোন কোচ নেই। আর ব্রাজিল জাতীয় দলে বিশ্বকাপের আগে অল্প সময়ের জন্য রোজেরিও সেনি অথবা রেনাতো গাউচোকে একজন পরামর্শদাতা বা কোচ করা যেতে পারে।’
কাফু নিজেও ইন্টার মিলানে আনচেলত্তির অধীনে খেলেছেন। এই কোচকে নিয়ে তিনি বলেন, ‘আনচেলত্তি একজন অসাধারণ কোচ। তিনি শুধু একজন কোচই নন, মিলানে তিনি বাবা, বন্ধু এবং ভাইয়ের মতো ছিলেন। ম্যাচ এবং অনুশীলন সেশনগুলোর পাঠ কীভাবে করতে হয়, সেটাও তিনি জানেন। তিনি তাঁর খেলোয়াড়দের ভালোবাসা দিয়ে আগলে রাখেন। তিনি এমন কোচ, যিনি যেখানে গেছেন সেখানেই জিতেছেন।’
ক্রিফোস্পোর্টস/৪মে২৫/এফএএস
