Connect with us
ফুটবল

অবসরের সময় জানালেন ব্রাজিলের ছয় ব্যালন ডি’অরজয়ী

ব্রাজিলিয়ান কিংবদন্তী মার্তা দা সিলভা। ছবি- সংগৃহীত

বিশ্বের অন্যতম সেরা প্রমিলা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয় ব্রাজিলিয়ান মার্তা ভিয়েরা দা সিলভাকে। ব্রাজিলের পুরুষ দলের মতো নারীরা শিরোপা সমৃদ্ধ না হলেও সেই দলে রয়েছে মার্তার মতো এক অনন্য নক্ষত্র। অনেকে সর্বকালের সেরা নারী ফুটবলার বলে থাকেন ছয় বারের ব্যালন ডি’অরজয়ী ব্রাজিলিয়ান তারকাকে।

৩৮ বছর বয়সে এই কিংবদন্তি নারী ফুটবলার আগেই জানিয়ে রেখেছিলেন নিজের ফুটবল ক্যারিয়ারের সায়াহ্নে রয়েছেন তিনি। তবে আর কতদিন এই তারকা ফুটবলারকে ফুটবল মাঠে দেখা যাবে সে বিষয়ে জানার আগ্রহ ছিল ভক্ত সমর্থকদের। এবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিজেই পরিষ্কার করলেন মার্তা।

মার্তা জানিয়েছেন চলতি বছরেই ফুটবল থেকে সম্পূর্ণ ভাবে সরে দাঁড়াবেন তিনি, ‘এটি আমার শেষ বছর, আমি ইতোমধ্যে এর নিশ্চয়তা দিয়েছি। এমন মুহূর্ত থাকে যখন আমরা বুঝতে পারি বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। এ নিয়ে আমি শান্ত আছি, কারণ তরুণ অ্যাথলেটদের সঙ্গে যে সম্পর্ক রয়েছে, তার মাধ্যমে ফুটবলের ব্যাপক উন্নতি হবে বলে আমি অনেক আশাবাদী।’

তবে অবসর নেওয়ার আগে আরও একটি অলিম্পিক ব্রাজিলের হয়ে খেলতে চান এই কিংবদন্তী ফুটবলার, ‘আমি যদি অলিম্পিকে যেতে পারি, সেখানকার প্রতিটি মুহূর্ত উপভোগ করব। কারণ সেটি অলিম্পিক হোক কিংবা অন্যকিছু, এটি ব্রাজিল জাতীয় দলে আমার শেষ বছর। ২০২৫ সালে ব্রাজিল জাতীয় দলে মার্তা বলে কোনো অ্যাথলেট থাকবে না।’

ফিফা দ্য বেস্টে বিশেষ সম্মাননা পেলেন মার্তা।

মার্তা এর আগে পাঁচবার অলিম্পিকে অংশ নিয়ে দু’বার রোপ্য পদক পেয়েছিলেন (২০০৪ এবং ২০০৮)। ক্যারিয়ার জুড়ে অর্জিত অনন্যসাধারণ সব অর্জনের জন্য চলতি বছরের শুরুতে ফিফা দ্য বেস্টে বিশেষ সম্মাননা পেয়েছেন মার্তা। তাকে সম্মাননা জানাতে তাঁর নামে নারীদের বর্ষসেরা সেরা গোলের জন্যে ‘মার্তা’ পুরস্কার ঘোষণা করেছিল ফিফা।

আরও পড়ুন: জাভির বার্সায় থাকার সিদ্ধান্তকে সঠিক বলছেন আনচেলত্তি

ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল