Connect with us
ফুটবল

ব্রাজিলের তারকা ফুটবলার এনদ্রিক কাকে বিয়ে করলেন?

এনদ্রিক ও তার স্ত্রী। ছবি- এনদ্রিক

এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ফুটবলার এনদ্রিক। নিজের চেয়ে প্রায় তিন বছরের বড় ব্রাজিলিয়ান মডেল গ্যাব্রিয়েলি মিরান্দাকে বিয়ে করেছেন এই তারকা ফুটবলার। অনেক আগে থেকেই তাদের মধ্যকার প্রেমের সম্পর্ক ছিল প্রকাশ্যে।

গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম একাউন্ট থেকে পোস্ট করে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তারা দুজন। যেখানে নিজেদের কিছু ছবি পোস্ট করে তার ক্যাপশনে বিবাহ সম্পর্কিত বাইবেলের একটি উদ্ধৃতি দেয়া হয়েছে। যার শেষে লেখা হয়েছে, ‘অবশেষে আমরা বিয়ে করলাম।’

এর আগে এনদ্রিক ও মিরান্দার পরিচয় পর্ব ও প্রেমের অধ্যায়টি ছিল বেশ মজার। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে খেলার সময় দুজনেরই কমন বন্ধুর মাধ্যমে এনদ্রিককের সঙ্গে পরিচয় হয় মিরান্দার। মজার বিষয় বন্ধুদের সঙ্গে বাজি ধরতে গিয়েই মিরান্দার সঙ্গে প্রথম পরিচয়ের সুযোগ হয় এনদ্রিকের।

এরপর দীর্ঘদিন প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন এই নব দম্পতি। যেখানে প্রেম চলাকালে তাদের নিজেদের মধ্যে তৈরি হয়েছিল কিছু মজার লিখিত চুক্তি। যেই চুক্তির প্রথম শর্ত ছিল, ‘স্বেচ্ছায় আবেগের বশে সম্পর্কে জড়িয়েছেন।’ আর তাদের মধ্যকার এই সম্পর্কের ভিত হলো ‘সম্মানবোধ, বোঝাপড়া ও ভালোবাসা।’

চুক্তির দ্বিতীয় শর্ত– যেকোনো ধরনের নেশাদ্রব্য পান এবং ‘হুট করে আচার–আচরণ পাল্টে ফেলা’ যাবে না। তারা আরও জানিয়েছেন, ‘যেকোনো পরিস্থিতিতে আই লাভ ইউ, অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি বলতে হবে।’ তাদের মধ্যে এমন আরও বেশ কিছু মজার চুক্তি ছিল।

এদিকে সম্প্রতি স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের যোগ দিয়েছেন ১৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা। তবে ক্লাবের জার্সিতে এখন পর্যন্ত নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি এনদ্রিক। তাই অনেকের ধারণা বিয়ের পর হয়তো বদলাতে যাচ্ছে এই তরুণ ফুটবলারের ভাগ্য।

আরও পড়ুন: মেসির পর্যায়ে যেতে পারেন ইয়ামাল, মনে করেন প্রতিপক্ষ কোচ

ক্রিফোস্পোর্টস/১৭সেপ্টেম্বর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল