Connect with us
ফুটবল

আনচেলত্তিকে পাওয়ার চেষ্টায় কোমর বেঁধে নেমেছে ব্রাজিল

Ancelotti
আনচেলত্তি। ছবি- সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। ২০২২ কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর থেকেই কোচিং পজিশনে বড় পরিবর্তনের পরিকল্পনা করে আসছে সেলেসাওরা। বিশ্বকাপ শেষে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে জাতীয় দলের দায়িত্বে আনার চেষ্টা শুরু করে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। যদিও সে সময় তারা ব্যর্থ হয়।

কিন্তু রিয়াল মাদ্রিদের কিছুটা নড়বড়ে পারফরম্যান্সে ফের সক্রিয় হয় ব্রাজিলীয় ফুটবল কর্তৃপক্ষ। এবার আনচেলত্তির সঙ্গে মৌখিকভাবে আলোচনা বেশ দূর এগিয়েও যায়। কিন্তু শেষ মুহূর্তে নিজেই পেছিয়ে আসেন ইতালিয়ান এই কোচ। কারণ রিয়াল মাদ্রিদ ছাড়ার ক্ষেত্রে সামনে চলে আসে বড় আর্থিক জটিলতা।

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ সাফ জানিয়ে দেন—আনচেলত্তি যদি এখনই দায়িত্ব ছেড়ে দেন, তাহলে চুক্তির অধীনে ২০২৬ সাল পর্যন্ত যে অর্থ পাওয়ার কথা, তা দেওয়া হবে না। এমনকি কোনো ‘এক্সিট ফি’ বা বিদায় ভাতাও দেওয়া হবে না। ফলে ক্লাব ছাড়লে আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়তে পারেন আনচেলত্তি।



তবে এখানেই থেমে নেই ব্রাজিল। ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিবিএফ আনচেলত্তিকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দিয়েছে ২৬ মে পর্যন্ত। কারণ জুনের শুরুতেই বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ দুই ম্যাচ রয়েছে—ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। সে অনুযায়ী সময়মতো কোচ নিয়োগ দিয়ে স্কোয়াড চূড়ান্ত করতে চায় তারা।


আরও পড়ুন

»দুর্দান্ত ফর্মে থাকা পাঞ্জাব শিবিরে বড় ধাক্কা

» জল্পনার অবসান, বিদেশি প্রেমিকাকে সামনে আনলেন শিখর ধাওয়ান


জানা গেছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির পরবর্তী ভবিষ্যৎ নিয়ে শিগগিরই আলোচনায় বসবেন দুই পক্ষ। আনচেলত্তি নিজেও ব্রাজিল দলের দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন, কিন্তু রিয়াল ছাড়লে যে আর্থিক ক্ষতি হবে, সেটিই মূল বাঁধা হয়ে দাঁড়িয়েছে।

লা লিগায় রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচ হতে পারে ২৪ বা ২৫ মে, যেখানে তারা সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে। আনচেলত্তির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত। এই সময়ের মধ্যে তাকে বরখাস্ত করা হলে চুক্তির পুরো অর্থ পাবেন তিনি। তবে নিজ থেকে পদত্যাগ করলে কোনো পারিশ্রমিক দেওয়া হবে না—এটাই রিয়ালের নীতি।

ইএসপিএনের অপর একটি প্রতিবেদনে বলা হয়েছে, আনচেলত্তি দায়িত্ব ছাড়লে রিয়াল মাদ্রিদ পুরো অর্থ না দিলেও কিছু অংশ দিতে পারে, যা সিবিএফের সঙ্গে সমন্বয় করে ঠিক করা হতে পারে।

এদিকে আনচেলত্তিকে না পাওয়া গেলে বিকল্প চিন্তাও করছে ব্রাজিল। সম্ভাব্য তালিকায় রয়েছে আল-হিলাল কোচ জর্জ জেসুস এবং পালমেইরাস কোচ আবেল পেরেইরা। তবে এখনও সবার প্রথম পছন্দ আনচেলত্তি।

এই কোচিং ইস্যু নিয়ে ইতোমধ্যে ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনা হচ্ছে। সমাধান সহসা হবে কি না, তা বলা কঠিন। তাই ভক্তদের অপেক্ষা করতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত—আসলেই আনচেলত্তি ব্রাজিলের ডাগআউটে আসছেন কি না, তা দেখার জন্য।

ক্রিফোস্পোর্টস/২মে২৫/আইএএইচআর/এনজি

Crifosports announcement

Focus

More in ফুটবল