Connect with us
ফুটবল

শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

argentina vs brazil
অনূর্ধ্ব-১৭ ফুটসালের ফাইনালে আর্জেন্টিনা বনাম ব্রাজিল। ছবি- গুগল

লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসালের ফাইনাল অনুষ্ঠিত হবে একটু পরই। শিরোপা জয়ের উত্তাপে পুড়ছে দুই দল চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। প্যারাগুয়ের অলিম্পিক স্পোর্টস কমপ্লেক্স মাঠে রাত দুইটাই মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনার কিশোররা।

গ্রুপপর্বে এক সাথে খেলেছিলো দুদল। গ্রুপপর্বে মুখোমুখি দেখায় ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছিল চির প্রতিদ্বন্দ্বী দুই দল।

গ্রপের প্রথম ম্যাচে পেরুকে ৩-০ গোলে, দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ৬-০ গোলে, তৃতীয় ম্যাচে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়েছিল লা আলবাসিলেস্তারা।

আর ব্রাজিল পেরুকে ১০-০ গোলে, ইকুয়েডরকে ৪-০ গোলে, তৃতীয় ম্যাচে উরুগুয়েকে ৭-১ গোলে হারিয়েছিল।

সেমিফাইনালে ভেনেজুয়েলাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনার যুবারা। আর ব্রাজিল ফাইনালে আসার পথে কলম্বিয়াকে ৩-০ গোলে হারায়।

আরও পড়ুন: ৩৩ বছর পর টানা তিন ম্যাচে ৫ উইকেট, সুপার সিক্সে শ্রীলঙ্কা

ক্রিফোস্পোর্টস/২৬জুন২৩/এমএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল