Connect with us
ক্রিকেট

স্টোকসকে তিন পরিবর্তনের পরামর্শ দিলেন বয়কট

বেন স্টোকসকে উপদেশ দিয়েছেন স্যার জিওফ্রে বয়কট। ছবি- গুগল

তৃতীয় টেস্ট জিতে অ্যাশেজে ঘুরে দাঁড়ানোর আশায় ইংল্যান্ড। ওল্ড ট্রাফোর্ডে আগামী ১৯ জুলাই শুরু হচ্ছে সিরিজের চতুর্থ টেস্ট। এই টেস্ট জিতলে ২-২ ব্যবধানে সমতায় ফিরবে স্বাগতিকেরা।

চতুর্থ টেস্টেকে সামনে রেখে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে উপদেশ দিয়েছেন স্যার জিওফ্রে বয়কট। একাদশে তিন পরিবর্তন আনতে বলেছেন এই সাবেক ইংলিশ ওপেনার। উইকেটরক্ষক-ব্যাটার জনি বেয়ারস্টো, পেসার ওলি রবিনসন ও বোলিং অলরাউন্ডার মঈন আলীকে একাদশ থেকে বাদ দিতে বলেছেন তিনি।

বয়কট টেলিগ্রাফের এক কলামের মাধ্যমে জানিয়েছেন এই তিনজনকে ম্যানচেস্টার টেস্টের একাদশে দেখতে চান না তিনি।

তিনি লিখেছেন, ‘যখন জনি সেরা ফর্মে থাকে তখন ইংল্যান্ডের জন্য বেশ ভালো। কিন্তু এই মুহূর্তে তাকে বাদ দেওয়া দরকার। তাকে প্রেশার কুকারের বাইরে রাখা উচিত।’

বয়কট মইনকে বাদ দেওয়ার বিষয়ে বলেছেন, ‘সে দীর্ঘদিন টেস্ট ক্রিকেটের উত্তার থেকে দূরে ছিল। তার স্পিনিং আঙুলেও চোট পেয়েছে। এখন তার সেরা বল করাটা অসম্ভব। তার ব্যাটিংও কেমন সব সময় অগোছালো, ভালো দেখায় না।’

তিনি আরও লিখেছেন, ‘রবিনসনের পরিবর্তে ম্যানচেস্টার টেস্টের একাদশে অ্যান্ডারসনকে বোলিং আক্রমণে দেখতে চান। হেডিংলিতে মার্ক উড, ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রড সুন্দর বোলিং করেছেন হেডিংলিতে এবং আরেকটি টেস্টের জন্য আরও ৯ দিন সময় পাচ্ছে তারা। ওলি রবিনসনের জায়গায় সতেজ হয়ে জিমি অ্যান্ডরসনের আক্রমণে ফেরা দরকার।’

ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম অ্যাশেজের তৃতীয় টেস্টের একাদশে বেশ পরিবর্তন আনেন। অভিজ্ঞ পেসার অ্যান্ডারসনকে বাইরে রেখে জায়গা দেন মার্ক উড ও ক্রিস ওকসকে। এই দুজনই তাদের তৃতীয় টেস্ট জয়ের নায়ক।

আরও পড়ুন: ১৮ বছরেই বার্সেলোনায় আসছেন ব্রাজিলের নতুন তারকা

ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৩/এমএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট