Connect with us
ফুটবল

হামজার ব্যাপারে ইতিবাচক বার্তা দিলেন বাফুফে সভাপতি

BFF President gave a positive message about Hamza
হামজাকে সাধরে গ্রহন করে নেবে বাফুফে। ছবি- সংগৃহীত

দীর্ঘ তিন মাস পর আজ (বুধবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নিজের অফিসে আসলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এর আগে সবশেষ গত বছরের ১৬ ডিসেম্বর বাফুফেতে আসেন সালাউদ্দিন। কিন্তু সেদিনই হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হন বাফুফে বস।

পরে হাসপাতালে ওপেন হার্ট সার্জারির অপারেশন করান। পরবর্তীতে জার্মানিতে দীর্ঘ এক মাস থাকার পর গতকাল দেশে ফেরেন তিনি। দেশে ফিরেই পরের দিন (বুধবার) বাফুফে ভবনে আসেন সালাউদ্দিন। অফিসে এসে সেখানে সাংবাদিকদের সঙ্গে হামজা চৌধুরী এবং প্রবাসী ফুটবলারদের প্রসঙ্গসহ আরো নানা বিষয়ে কথা বলেন এই কিংবদন্তি ফুটবলার।

সম্প্রতি দেশের পুরুষ ফুটবলে সবচেয়ে আলোচিত বিষয় প্রবাসী ফুটবলারসহ ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার বিষয়টি নিয়ে। এ বিষয়ে বাফুফের ভাবনা কি এমন প্রশ্নে সালাউদ্দিনের উত্তর, ‘আমরা হামজার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তবে তার বাংলাদেশের হয়ে খেলার বিষয়টি শুধু আমাদের উপরই নির্ভর করছে না। এখানে হামজার খেলার ইচ্ছার উপরও নির্ভর করছে না। হামজার ক্লাব তাকে অনুমতি দিবে কি না সেটা বড় বিষয়। আবার হামজার চাহিদার দিকটিও তো দেখতে হবে। হামজার মত ফুটবলার বাংলাদেশের হয়ে খেলতে চাইলে আমরা তো ডাকে সেধেই নেবো। তাকে দলে নেয়ারও তো কোনো কারণ নেই। কিন্তু এখানে আসলে আরও অনেক বিষয় জড়িত আছে।’

সেখানে হঠাৎ এক সাংবাদিক প্রশ্ন সভাপতিকে প্রশ্ন করেন, হামজার বাংলাদেশের জার্সিতে খেলতে তাকে প্রমাণ করতে হবে এমন কথা আপনি কখনো বলেছিলেন কি না? জবাবে সালাউদ্দিন মজা করে বলেন, ‘আচ্ছা, আমাকে কি আপনার পাগল বলে মনে হয়? আমি নিজেও তো ফুটবলার ছিলাম৷ হামজাকে কেউ যদি এমন কথা বলে থাকে, তাহলে সে পাগল।’

আরও পড়ুন: ৪ বছর পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে উঠে যা বললেন জাভি 

ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল