Connect with us
অন্যান্য

ইতিহাস গড়লো বাংলার মেয়েরা, প্রথম অংশগ্রহণেই ব্রোঞ্জ জয়!

U18 girls bag bronze in Asia Cup hockey
অনূর্ধ্ব-১৮ নারী হকি দল। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে অংশগ্রহণ করেই ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ নারী দল! আজ রোববার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলার মেয়েরা, যা দেশের হকি ইতিহাসে এক অবিস্মরণীয় অর্জন।

পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন বাংলাদেশ দলের ফরোয়ার্ড আইরিন আক্তার, যিনি সর্বোচ্চ ৫টি গোল করে দলের জয়ে রেখেছেন অসামান্য অবদান। দ্বিতীয় সর্বোচ্চ ৪ গোল এসেছে কণা আক্তারের স্টিক থেকে, যা দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আরও পড়ুন:

» চ্যালেঞ্জিং কন্ডিশনে সিরিজ বাঁচাতে মরিয়া বাংলাদেশ

» এমএলএস ইতিহাসে যা আগে হয়নি তাই করে দেখালেন মেসি

প্রতিযোগিতায় বাংলাদেশ নারী দলের শুরুটা অবশ্য খুব একটা ভালো ছিল না। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই শক্তিশালী জাপানের কাছে ১১-০ গোলের বড় ব্যবধানে হেরে হোঁচট খায় তারা। তবে, সেই হার থেকে দ্রুতই ঘুরে দাঁড়ায় মেয়েরা। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পায় এবং এরপর একই ব্যবধানে হংকংকে হারিয়ে নিশ্চিত করে শেষ চারের টিকিট।

ফাইনালের পথে তাদের সামনে ছিল আরও কঠিন চ্যালেঞ্জ। প্রথমে স্বাগতিক চীনের কাছে ৯-০ গোলে পরাজিত হওয়ার পর, কাজাখস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করায় তাদের তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে নামতে হয়। টুর্নামেন্টে বাংলাদেশ ১৪টি গোল করলেও, হজম করেছে ২৪টি। তবে, শেষ ম্যাচে ৬ গোল দিয়ে তারা প্রমাণ করেছে নিজেদের আক্রমণাত্মক সক্ষমতা।

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে মেয়েদের বিভাগে ফাইনাল খেলবে জাপান ও চীন। আর ছেলেদের বিভাগের সোনার লড়াইয়ে মুখোমুখি হবে জাপান ও পাকিস্তান।

এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে হকির নতুন দিনের সূচনা করলো বাংলাদেশ নারীরা। মেয়েদের এই সাফল্যে উচ্ছ্বসিত দেশের হকি ফেডারেশন এবং ক্রীড়ামোদীরা।

ক্রিফোস্পোর্টস/১৩জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য