Connect with us
ক্রিকেট

নেদারল্যান্ডস ম্যাচের আগে স্বস্তির খবর বাংলাদেশ দলে

Team bangladesh
বাংলাদেশ দল। ছবি- গুগল

বিশ্বকাপে টানা হারের ব্যর্থতা থেকে বের হওয়ার মোক্ষম সুযোগের সামনে বাংলাদেশ। আগামীকাল (শনিবার) কলকাতার ইডেন গার্ডেন্সে নিজেদের ষষ্ঠ ম্যাচে দ্বিতীয় জয়ের আশায় মাঠে নামছে সাকিব বাহিনী।

বাংলাদেশের প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল দল হিসেবে বিবেচিত নেদারল্যান্ডস। তবে দুই ম্যাচ পর চোট কাটিয়ে তাসকিন আহমেদের ফেরা কিছুটা হলেও স্বস্তি দেবে বাংলাদেশ শিবিরে।

এর আগে কাঁধের পুরনো চোট ফিরে আসায় সর্বশেষ দুই ম্যাচে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা হয়নি তাসকিনের। আগে খেলা তিন ম্যাচের কোনোবারই নিজ কোটার পূর্ণ ১০ ওভার বল করতে পারেনি তাসকিন। ধারণা করা হয়, খরুচে বোলিংয়ের সাথে কাঁধের চোট নিয়ে অস্বস্তিও এর অন্যতম কারণ।

তবে বাংলাদেশের এই গতি তারকা যে ডাচদের বিপক্ষে খেলার জন্য এখন ফিট তা নিজেই জানালেন আজ ম্যাচ পূ্র্ব সংবাদ সম্মেলনে এসে। এর আগে অধিনায়ক সাকিবও নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় ঊরুর মাংসপেশিতে চোট পান। এক ম্যাচ মিস করে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়েই আবার একাদশে ফেরেন সাকিব।

সাকিবের পর তাসকিনের ফেরায় বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড এখন পুরোপুরি চোটমুক্ত। এর ফলে দল নির্বাচনে টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তাও যে কিছুটা লাঘব হলো তা বলাবাহুল্য। যদিও সাকিব এবং তাসকিন দু’জনে এবার বিশ্বকাপে নিজেদের ছায়া হয়ে আছেন বলাই যায়। তাসকিন ৩ ম্যাচে মোট ২০ ওভার বল করে উইকেট নিয়েছেন মাত্র ২ টি। আর সাকিবের বোলিংয়ের থেকেও ঢেড় বেশি চিন্তা ব্যাটিং নিয়ে। ৪ ম্যাচে ১৪ গড়ে সাকিবের মোট রান ৫৬।

সাকিব-তাসকিন আবারও ম্যাচ নির্ধারনে ভূমিকা রাখুক এখন এমনটাই সবার প্রত্যাশ।

আরও পড়ুন: রাতের বেলা ঢাকা ছেড়ে কলকাতায় গেলেন সাকিব

ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট