Connect with us
ফুটবল

নেইমারকে নিয়ে গুঞ্জনের জবাব দিলেন বেকহ্যাম

ডেভিড বেকহ্যামের সঙ্গে নেইমার। ছবি- সংগৃহীত

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যামের সঙ্গে ব্রাজিল তারকা নেইমার জুনিয়রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। গুঞ্জন শোনা যায় বার্সেলোনার পুরনো বন্ধু মেসি ও সুয়ারেজের সঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন নেইমার।

তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকাল এক ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি পরিষ্কার করেছেন বেকহ্যাম। যেখানে উল্লেখ করা হয় কেবল রাতের খাবার খাওয়ার জন্যে নেইমারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিষয়টি নিশ্চিত করতে নিজের স্ত্রী এবং নেইমারের সঙ্গে তোলা সে রাতের ছবি পোস্ট করেছেন বেকহ্যাম।

দেখেন নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘স্বাগত আমার বন্ধু, তবে কেবল রাতের খাবারের জন্য।’ এরপর একটি হাসির ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। নিজেকে নিয়ে তৈরি হওয়া গুঞ্জন উড়িয়ে দিতে নেইমার নিজেও সেই পোষ্টের কমেন্টে হাসির ইমোজি দিয়েছেন।

তবে নেইমারের ইন্টারমাইনদের যোগ দেওয়ার গুঞ্জনের সূত্রপাত ঘটে সম্প্রতি ইএসপিএনকে দেওয়া তার এক মন্তব্য। যেখা নেইমার বলেন, ‘আমার আর মেসির একসঙ্গে খেলা? আমি তেমনটাই আশা করি। সত্যিই আশা করি আমরা আবার একসঙ্গে খেলতে পারব। আমার মনে হয় (মায়ামিতে) সে সুখেই আছে। আর যদি সে খুশি থাকে, তবে আমিও খুশি।’ 

উল্লেখ্য, গেল মৌসুমে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন নেইমার জুনিয়র। তবে ইনজুরির কারণে লম্বা সময় ধরে তিনি আছেন মাঠের বাইরে। অবশ্য এখনই ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার সম্ভাবনা নেইমারের খুব কম। কেননা আগামী ২০২৫ সালের শেষ অব্দি আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন তিনি।

আরও পড়ুন: আবারও মাঠে ফিরে ব্যাঙ্গালুরুকে হারাতে চান গম্ভীর

ক্রিফোস্পোর্টস/৩০মার্চ২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল