Connect with us
ক্রিকেট

সংকটময় পরিস্থিতিতে এগিয়ে আসায় পিসিবিকে ধন্যবাদ জানাল বিসিবি

বাংলাদেশের অনুশীলন; বিসিবি ও পিসিবির লোগো। ছবি- সংগৃহীত

গেল কিছুদিনে বিভিন্ন প্রভাবে শিক্ষার্থী আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছিল এবং আন্দোলনকারীদের চাপে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়। দেশের এমন পরিস্থিতিতে বেশ কিছুদিন বন্ধ ছিল টাইগারদের অনুশীলন সেশন। এরপর সরকার পতনের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মিরপুরে ফের শুরু হয় পাকিস্তান সিরিজ সামনে রেখে অনুশীলন।

যদিও গেল কিছুদিন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হয়েছে অনেকটা ব্যক্তিগত অনুশীলন। অর্থাৎ গতকাল পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগ পর্যন্ত কোন প্রকার দলীয় অনুশীলন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। দেশে অবস্থানরত বিদেশী কোচরাও নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখে খুব একটা মাঠে আসেননি। এবার বাংলাদেশের সংকটময় পরিস্থিতির কথা মাথায় রেখে এগিয়ে এসেছে পিসিবি।

দেশের মাটিতে পর্যাপ্ত অনুশীলন নিতে না পারায় পাকিস্তানের অতিরিক্ত তিনদিন অনুশীলন করার জন্য বিসিবিকে আহ্বান জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সুতরাং পাকিস্তানের মাটিতে পূর্ণাঙ্গ অনুশীলন করে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এমনকি সেখানেই ঘোষণা হবে বাংলাদেশের স্কোয়াড। বাংলাদেশকে এমন সুযোগ দেওয়ার প্রস্তাব জানানোয় পিসিপিকে ধন্যবাদ জানিয়েছে বিসিবি।

গতকাল পিসিবির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যেখানে তিনি বলেন, ‘বাংলাদেশ দলকে এমন সুযোগ করে দেওয়ার জন্য পিসিবিকে ধন্যবাদ জানাই আমরা। আইসিসির দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলার আগে নিঃসন্দেহে আমাদের খেলোয়াড়দের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এটা সহায়তা করবে।’

বিসিবিকে দেয়া অগ্রিম আতিথেয়তার প্রস্তাব গ্রহণ করায় নিজেদের খুশি প্রকাশ করেছে পিসিবি। বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা সালমান নাসির জানিয়েছেন, ‘খেলার মধ্যে কেবল জয়-পরাজয় সবকিছু নয়, এখানে বন্ধুত্ব বলেও একটা বিষয় রয়েছে। আমি মনে করি এখানে বাড়তি অনুশীলনের সুযোগ পাওয়ায় খেলোয়াড়রা তাদের সামর্থ্য দেখানোর অতিরিক্ত সুযোগ পাবে।’

পিসিবির সেই সংবাদ বিজ্ঞপ্তিতে নাসির আরও বলেন, ‘বিসিবি আমাদের প্রস্তাবে রাজি হওয়ায় আমরা বেশ খুশি। আমরা আমাদের ঐতিহ্য ধরে রেখে বাংলাদেশকে লাহোরে স্বাগত জানাতে চাই। এতে করে পাকিস্তানের ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামে তিন দিনের বাড়তি অনুশীলন সুবিধা পাবে বাংলাদেশ দল। তারপর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ইসলামাবাদ যাবে তারা।’

আরও পড়ুন: ব্রাজিলকে হারিয়ে অলিম্পিকের সোনা জিতল যুক্তরাষ্ট্র

ক্রিফোস্পোর্টস/১১আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট