Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের ‘ফ্যান্টাসি’ একাদশে বাংলাদেশের রিশাদ, আর যারা আছেন

Rishad Hossain
রিশাদ হোসেন। ছবি - সংগৃহীত

প্রায় এক মাসের রোমাঞ্চকর লড়াই শেষে গতকাল ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামলো টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ২০০৭ সালের পর ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো টিম ইন্ডিয়া। একই সঙ্গে রোহিত শর্মার নেতৃত্বে প্রায় ১১ বছরের শিরোপা খরা কাটালো তারা। টুর্নামেন্ট শেষে এবার বিশ্বকাপের বিশেষ একাদশ ‘ফ্যান্টাসি’ সেরা একাদশ প্রকাশ করলো আইসিসি। সেখানে জায়গা পেয়েছেন টাইগার ক্রিকেটার রিশাদ হোসেন।

মূলত বিশ্বকাপের শুরু থেকেই ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সের উপর ভিত্তি করে তাদের পয়েন্টিং করে আসছিল আইসিসি। দলে নিজের পারফরম্যান্স দিয়ে কে কতটা প্রভাব রাখতে পারছে তার উপরই পয়েন্ট দেয়া হচ্ছিল। প্রতি সপ্তাহে হওয়া ম্যাচে প্রাপ্ত পয়েন্ট অনুসারে সপ্তাহ শেষে প্রতিবারের একাদশ ঘোষণা করে আসছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এবার পুরো টুর্নামেন্টেরই পারফর্মেন্স বিবেচনায় ‘ফ্যান্টাসি’ সেরা একাদশ ঘোষণা করলো তারা।

বাংলাদেশ দল সুপার এইট থেকে বিদায় নিলেও একমাত্র বাংলাদেশি হিসেবে একাদশে জায়গা পেয়েছেন রিশাদ। বিশ্বকাপে বল হাতে এই লেগ স্পিনার ছিলেন দুর্দান্ত। এজন্য বেশ প্রশংসাও কুড়িয়েছেন তিনি। আশা করা হচ্ছে, দেশের ক্রিকেটে একজন রিস্ট স্পিনারের জন্য যে হাহাকার ছিল সেটা রিশাদের হাত দিয়ে কিছুটা হলেও ঘুঁচবে। বিশ্বকাপে ৪৭৮ পয়েন্ট সংগ্রহ করে এই টাইগার স্পিনার সেরা ফ্যান্টাসি একাদশে স্থান করে নিয়েছেন।

আরো পড়ুন : কোয়ার্টারে ওঠার মিশনে রাতে মাঠে নামছে ইংল্যান্ড, প্রতিপক্ষ স্লোভাকিয়া

রিশাদ ছাড়াও একাদশে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের সমান ৩ জন করে খেলোয়াড় জায়গা পেয়েছেন। বাকি একজন দক্ষিণ আফ্রিকার। একাদশে অধিনায়ক হিসেবে আছেন আফগান দলপতি রশিদ খান। তার ফ্যান্টাসি পয়েন্ট ৫৭৮।

এছাড়া উইকেটরক্ষক হিসেবেও আরেক আফগান ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজ (৪৩৭) জায়গা পেয়েছেন। ব্যাটার হিসেবে আছেন দুই অজি ওপেনার ট্রাভিস হেড (৩৬১) ও ডেভিড ওয়ার্নার (২৮১) এবং দক্ষিণ আফ্রিকার ক্রিস্টান স্টাবস (২৫৪)। অলরাউন্ডার হিসেবে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া (৫৪৮) ও অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস (৫১১)।

অবশ্য বোলার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন পাঁচ জন। রিশাদ ও রশিদ ছাড়াি বাকি তিন জন হলেন – আফগান পেসার ফজল হক ফারুকী (৫৪৬) এবং ভারতকে শিরোপা জেতাতে মুখ্য ভূমিকা রাখা দুই পেসার জসপ্রীত বুমরাহ (৫০৯) ও আর্শদীপ সিং (৫০৪)।

ক্রিফোস্পোর্টস/৩০জুন২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট