Connect with us
ক্রিকেট

আইসিসি থেকে নতুন দায়িত্ব পেলেন বাংলাদেশি আম্পায়াররা

Bangladeshi umpires got new responsibilities from ICC
বিভিন্ন টুর্নামেন্টের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের ৪ আম্পায়ার। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশি আম্পায়াররাও। অতীতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বড় বড় ইভেন্টগুলোতে বাংলাদেশি আম্পায়ারদের খুব একটা দেখা যেত না। তবে এখন আইসিসির বিভিন্ন ইভেন্টে দেখা যায় বাংলাদেশি আম্পায়ারদের।

এবার আইসিসির বিভিন্ন কয়েকটি টুর্নামেন্টে দায়িত্ব পালন করতে যাচ্ছেন পাঁচ বাংলাদেশি আম্পায়ার। তারা হলেন মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ, ম্যাক সুমন ও সাথীরা জাকির জেসি ও নেয়ামুর রশীদ রাহুল।

কানাডায় ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর ম্যাচগুলোতে দায়িত্ব পালন করবেন বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। ২০০৭ সালে লিস্ট-এ ম্যাচে আম্পায়ার হিসেবে যাত্রা শুরু করেন তিনি। এরপর ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবে অভিষেক হয় তার।

আরও পড়ুন:

» হঠাৎ বিসিবি থেকে পদত্যাগ খালেদ মাহমুদ সুজনের

» বাংলাদেশের বিপক্ষে কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ?

আরেক বাংলাদেশি আম্পায়ার তানভির আহমেদ দায়িত্ব পালন করবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্ট এশিয়া প্যাসিফিক সাব রিজিওনাল-‘বি’-এর ম্যাচগুলোতে। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ম্যাচগুলো। ২০১৮ সালে তিনি আইসিসি আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হন। এরপর থেকে আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করছেন তিনি।

বাংলাদেশের নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারে ম্যাচগুলোতে দায়িত্ব পালন করবেন। সবশেষ নারী এশিয়া কাপেও আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এছাড়া ম্যাক সুমন দাতিত্ব পালন করবেন মালয়েশিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া-‘এ’ কোয়ালিফায়ারে ম্যাচগুলোতে এবং নেয়ামুর রশীদ রাহুল কানাডায় ত্রিদেশীয় টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন।

ক্রিফোস্পোর্টস/১১সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট