Connect with us
ক্রিকেট

‘ডু অর ডাই’ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Bangladesh u19 team 2024 world cup
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সের শেষ ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ যুব ক্রিকেট দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বী। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২ টায় শুরু হয়েছে ম্যাচটি।

যুব বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে আজ এই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের। তবে শেষ চারের টিকিট পেতে কেবল জয় যথেষ্ট নয় বাংলাদেশের। কেননা এই ম্যাচে জিতলে বাংলাদেশ এবং পাকিস্তান উভয় দলের সমান ৬ পয়েন্ট হবে। তাই তখন তাকিয়ে থাকতে হবে নেট রানরেটের দিকে।

বাংলাদেশ যেহেতু আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে তাই নেট রানরেটের সমীকরণে এগিয়ে থাকতে রান তাড়া করার সময় ৩৮ থেকে ৪০ ওভারের মধ্যে বাংলাদেশকে জিততে হবে ম্যাচ। এক্ষেত্রে টার্গেট যদি ৩০০ হলে ৩৯.৩ ওভারের মধ্যে লক্ষ্য পূরণ করতে হবে।

আবার ২৫০ রান করলে ৩৯ ওভার এবং ২০০ রান করলে ৩৮.৪ ওভারের মধ্যে টার্গেট পূরণ করতে হবে বাংলাদেশকে। সুতরাং যুব বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা অব্যাহত রাখতে অল্প রানে পাকিস্তানকে গুটিয়ে দিয়ে দ্রুত সময়ে তা তাড়া করতে হবে জুনিয়র টাইগারদের।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আশিকুর রহমান শিবলি, জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আহরার আমিন, আরিফুল ইসলাম, আহরার আমিন,শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রোহানাত দৌলা বর্ষন, ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ একাদশ: সাদ বেগ (অধিনায়ক), শামিল হুসেন, শাহজাইব খান, আজান আওয়াইস, আহমেদ হাসান, হারুন আরশাদ, আরাফাত মিনহাস, উবায়েদ শাহ, মোহাম্মদ জিশান, আলী আসফান্দ ও আলী রাজা।

আরও পড়ুন: আগ্রাসী ব্যাটিংয়ের পর তাসকিন জানালেন হতে চান ভালো টেল-এন্ডার

ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট