Connect with us
ক্রিকেট

মুস্তাফিজকে বাদ দিয়ে জিম্বাবুয়ে সিরিজের বাংলাদেশ দল ঘোষণা

বাংলাদেশ দল। ছবি- সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ঘরের মাঠে জিমবাবুর বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দ্বিপাক্ষিক এই সিরিজে প্রথম তিন ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে আইপিএলের মাঝপথে দেশে ফেরার কথা থাকলেও প্রথম তিন ম্যাচের দলে রাখা হয়নি মুস্তাকফিজুর রহমানকে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দলে নতুন মুখ তরুণ অপেনার তানজিদ হাসান তামিম। এছাড়া প্রায় ১৮ মাস পর ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া বিপিএলে ধারাবাহিক রান পাওয়ায় টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন পারভেজ হোসান ইমন।

এদিকে ঢাকা প্রিমিয়ার লিগে খেলার কারনে জিম্বাবুয়ে সিরিজের শুরুর দেখে থাকবেন না সাকিব আল হাসান সেটি জানা গিয়েছিল আগেই। তাই জিম্বাবুয়ে সিরিজের এই দলেও প্রথম তিন ম্যাচে রাখা হয়নি বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। শ্রীলঙ্কার বিপক্ষে দারুন পারফরম্যান্স করা লেগ স্পিনার রিশাদ হোসেন আছেন টি-টোয়েন্টি দলে।

আগামী ৩ মে থেকে শুরু হওয়া বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি মিরপুর এবং চট্টগ্রামের দুই ভেন্যু মিলে আয়োজিত হবে সিরিজটি। প্রথম তিন ম্যাচ যথাক্রমে ৩, ৫ ও ৭ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং পরবর্তী দুই ম্যাচ ১০ ও ১২ মে অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, সাইফ উদ্দিন।

আরও পড়ুন: আইপিএলে মুস্তাফিজের খেলা নিয়ে পাপনের কি মন্তব্য?

ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট