Connect with us
টেনিস

ইতিহাসের পাতায় বাংলাদেশের মাসাফিয়া আফরিন

মাসাফিয়া আফরিন
মাসাফিয়া আফরিন। ছবি- গুগল

দেশের টেনিসে প্রথমবারের মতো নারী রেফারির মুখ দেখল বাংলাদেশ। সোমবার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হওয়া জুনিয়র বিশ্ব টেনিস সিরিজ দিয়ে রেফারিং ক্যারিয়ার শুরু করেন মাসফিয়া আফরিন। আসরের পরিচালক জার্মানির টমাস সুলজের সঙ্গে সমন্বয় করে রেফারি হিসেবে কাজ করছেন বাংলাদেশের নারী রেফারি।

রাজধানীর ভিকারুননিসা কলেজের এই ছাত্রী খেলোয়াড়দের ড্র ও সূচিসহ বেশ কিছু বিষয় সামলাচ্ছেন। জাতীয় ও বয়সভিত্তিক একাধিক আন্তর্জাতিক আসরে অংশ নিয়েছেন মাসফিয়া। তবে কাঁধের চোটের কারণে ক্যারিয়ার বেশি দূর এগোয়নি তার। কিন্তু টেনিস থেকে দূরে সরে যাননি তিনি।

মাসফিয়া রেফারিং নিয়ে লেভেল ওয়ান কোর্সও করেছেন। পরে চলতি বছরের জানুয়ারিতে ঢাকায় আইটিএফ অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপে সহকারী রেফারির দায়িত্বও পালন করেন তিনি।

এবার প্রধান রেফারির দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত মাসফিয়া সংবাদ মাধ্যমকে বলেন, ‘কাঁধের চোট আমাকে অনেক ভুগিয়েছে। এখনও তা থেকে পুরোপুরিভাবে সেরে ওঠতে পারিনি। এই অবস্থায় আমার খেলা চালিয়ে যাওয়া অসম্ভব ছিল। তাই এখন অফিশিয়াল কার্যক্রমে আগ্রহী হয়েছি।

এখন আমি গর্বিত যে, আন্তর্জাতিক আসরে আমিই বাংলাদেশের প্রথম মেয়ে রেফারি। স্বপ্ন দেখি একদিন সাদা ব্যাজের রেফারি হবো। তাহলে গ্র্যান্ডস্লামও চালাতে পারবো।’

সূত্রে জানা গেছে, সাদা ব্যাজের পরীক্ষার জন্য পরবর্তিতে ইন্দোনেশিয়া পাঠানো হবে মাসফিয়াকে। সেখানে তিনি উত্তীর্ণ হলে আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য বিদেশ থেকে আর রেফারি আনতে হবে না।

আরও পড়ুন: জাতীয় দলে ফেরার অপেক্ষায় ইমরুল যা বললেন

ক্রিফোস্পোর্টস/২১ফেব্রুয়ারি২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in টেনিস