Connect with us
ক্রিকেট

নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

Bangladesh vs Newzeland
নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ। ছবি- ক্রিকইনফো

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কিউইদের নাস্তানাবুদ করে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ। টাইগার বোলারদের বোলিং তান্ডবে তাসের ঘরের মত ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। মাত্র ৯৮ রানে অলআউট করে কিউইদের বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রানের নতুন লজ্জার রেকর্ড উপহার দিল টিম বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাঠেই ৯ উইকেটে পরাজিত করল বাংলাদেশ।

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে ফেলেছিল নিউজিল্যান্ড। শেষ ম্যাচে স্বাগতিকদের রুখে দিয়ে ২‐১ ব্যবধানে সিরিজ শেষ করল টাইগাররা। এদিন দূর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডের ব্যাটারদের দাঁড়াতেই দেয়নি বাংলাদেশের পেস বোলিং ইউনিট। গোটা ১০ উইকেট দখল করেছে চার পেসার মিলে। তানজিম হোসেন সাকিব, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার পেয়েছেন তিনটি করে উইকেট।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড। নতুন বলে শরিফুল-সাকিবের অগ্নিঝরা বোলিংয়ের সামনে ৩১ ওভার ৪ বল টিকে ছিল নিউজিল্যান্ডের গোটা ইনিংস। টাইগার বোলারদের বিপক্ষে রীতিমতো খেই হারিয়ে শত রানের আগেই গুটিয়ে যায় পুরো দল। ৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সফরকারীরা ম্যাচ জিতে নিয়েছে সর্বোচ্চ ২০৯ বল ও ৯ উইকেট হাতে রেখেই।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ ওভার ১ বলেই স্বাগতিকদের রান টকে যায় বাংলাদেশ। এদিন বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দলীয় সর্বোচ্চ ৫১ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওপেনার এনামুল হক বিজয় ৩৭ রান করে ফেরেন উইলিয়াম ওরুর্কের বলে। বিজয় আউট হলেও শান্তকে সাথে নিয়ে ম্যাচ শেষ করেন শান্ত। ইনিংসের শুরুতে চোখের সমস্যায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ থেকে উঠে যান আগের ম্যাচের নায়ক ওপেনার সৌম্য সরকার।

এর আগে দিনের শুরুতে ব্যাট করতে নেমে প্রথম পাওয়ার প্লে তে ২৭ রান করেই দুটি উইকেট হারায় নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেট পতনের পর ওপেনার উইল ইয়ংকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করে অধিনায়ক টম লাথাম। শরিফুল ইসলামের বলে ব্যক্তিগত ২১ রানে টম লাথাম সাজঘরে ফিরলে ইনিংস এর সর্বোচ্চ ৩৬ রানের জুটি ভাঙে।

তার আগে পাওয়ার প্লে তে প্রথম দুইটি উইকেট তুলে নিয়েছিলেন তরুণ পেসার তানজিম সাকিব। এরপর উইল ইয়াংও বেশিক্ষণ টিকতে পারেনি। দলের সর্বোচ্চ ২৬ রান করে শরিফুল ইসলামের বলে মিরাজের হাতে ক্যাচ দিয়ে কাঁটা পড়েন তিনি। তারপর কোন ব্যাটার উইকেটে বেশিক্ষণ টিকতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন টাইগার পেসাররা।

পার্ট টাইম বোলার সৌম্য সরকার পেয়েছেন তিনটি উইকেট। জশ ক্লার্কসন, এডাম মিলেন ও আদিত্য আশোকের উইকেট শিকার করেন তিনি। ইনিংসের শেষ উইকেটটি তুলে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। বাকি কাজ সারেন টাইগার ব্যাটাররা। তাদের হাত ধরে নিউজিল্যান্ডের মাটিতে খেলা ২০তম ওয়ানডে ম্যাচে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন: ইন্টার মায়ামিতে ফের এক হচ্ছেন মেসি-সুয়ারেজ

ক্রিফোস্পোর্টস/২৩ডিসেম্বর২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট