Connect with us
ক্রিকেট

অস্ট্রেলিয়ার কাছে হেরে সুপার এইট শুরু করল বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আজ নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে বাংলাদেশকে পরাজয়ের স্বাদ দিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। বৃষ্টি আইনে এদিন টাইগারদের ২৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এতে করে গ্রুপ-১ থেকে সেমিফাইনালের পথ অনেকটাই সহজ করে রাখল মিচেল মার্শের দল।

স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে আজ টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অজিরা। অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৪০ রান তুলতে সক্ষম হয় টাইগাররা। জবাবে ১২ তম ওভারেই মাত্র ২ উইকেট হারিয়ে শতরান তুলে ফেলে অজিরা। বৃষ্টির কারণে আর ম্যাচ মাঠে না গড়ালে ডিএলএস ম্যাথডে জয় পায় অস্ট্রেলিয়া।

এদিন আগে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। এরপর লম্বা সময় লিটন কুমার দাস এবং টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত উইকেটে টিকে থাকলেও তাদের ধীরগতির ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি দল। লিটন দাস ২৫ বল খেলে আউট হয়েছেন ১৬ রান করে।

কৌশলগত ভাবে চার নম্বরে ব্যাট করতে আসে রিশাদ হোসেন। তবে তিনিও খুব একটা কাজের কাজ করতে পারেননি। ম্যাক্সওয়েলের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মাত্র ২ রান করে। নাজমুল হোসেন শান্ত দলের হয়ে খেলেছেন সর্বোচ্চ ৩৬ বলে ৪১ রানের ইনিংস। এই ম্যাচও নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব আল হাসান।

মিডিল ওর্ডারে একাই চেষ্টা করে গেছেন তাওহীদ হৃদয়। ২৮ বলে খেলেন ৪০ রানের একটি দারুণ ইনিংস। মার্কাস স্টোনিসের বলে সাকিব আউট হওয়ার পর সেই ওভারেই পরপর দুই ছক্কা হাকান হৃদয়। শেষ দিকে তাসকিন আহমেদের ৭ বলে ১৩ রানের ছোট ইনিংসে ভর করে ১৪০ রানের লড়াই করা পুঁজি পায় বাংলাদেশ।

তবে অস্ট্রেলিয়ার বিধ্বংসী শুরু সহজেই বুঝিয়ে দেয় বাংলাদেশের জয়ের জন্য সেই সংগ্রহ যথেষ্ট হবে না। পাওয়ার প্লেতে কোন উইকেট না হারিয়ে ৫৯ রান তুলে ফেলে অজিদের ওপেনিং জুটি। রিশাদ হোসেনের বলে ২১ বলে ৩১ রান করে ট্রাভিস হেড আউট হলে ভাঙ্গে সেই জুটি। নিজের পরবর্তী ওভারে মিচেল মার্শকেও ফেরান এই লেগ স্পিনার।

এদিকে উইকেটের অপরপ্রান্তে ঝড়ো ফিফটি তুলে নেন ডেভিড ওয়ার্নার। শেষ পর্যন্ত ৩ ছক্কা ও ৫ চারে ৩৫ বলে ৫৩ রানের অপরাজিত এক ইনিংস খেলেন এই অজি ওপেনার। ১২তম ওভারের দ্বিতীয় বলের পর বৃষ্টির কারণে আরো একবার থেমে যায় ম্যাচ। এরপর খেলা চালিয়ে যাওয়া সম্ভব না হলে বৃষ্টি আইনে জয়ী ঘোষণা করা হয় অস্ট্রেলিয়াকে।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম বলার হিসেবে এই ম্যাচে হ্যাটট্রিক তুলে নিয়েছেন অজি পেসার প্যাট কামিন্স। এই জয়ে সেমিফাইনালে পথ অনেকটাই সহজ হয়ে গেছে অস্ট্রেলিয়ার জন্য। এদিকে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে আগামীকাল রাতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এরপর শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

আরও পড়ুন: চলতি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন প্যাট কামিন্স

ক্রিফোস্পোর্টস/২১জুন২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট